নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে এক মাদক কারবারির বাড়ি থেকে সাজিদ হোসেন (২২) নামে আরেক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামের মাদক কারবারি দুলালের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ হোসেনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
নিহত সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, দুলাল ও তাঁর সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন শেষে হত্যা করে পালিয়ে যান। তাঁকে পাঁচ দিন ধরে নির্যাতন করেছে। তাঁকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। স্বজনদের কাছে টাকা না থাকায় দুলাল বাড়ির দলিল নিতে চেয়েছিলেন। গতকাল রোববার তাঁর বাড়িতে গেলেও সাজিদকে দেখতে দেননি তাঁরা।
পুলিশের ধারণা, মাদক-সংক্রান্ত বিরোধের জেরেই তাঁরা তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সঙ্গে যাঁদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তাঁরাও চিহ্নিত মাদক কারবারি। তবে ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।
নরসিংদীতে এক মাদক কারবারির বাড়ি থেকে সাজিদ হোসেন (২২) নামে আরেক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামের মাদক কারবারি দুলালের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ হোসেনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
নিহত সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, দুলাল ও তাঁর সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন শেষে হত্যা করে পালিয়ে যান। তাঁকে পাঁচ দিন ধরে নির্যাতন করেছে। তাঁকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। স্বজনদের কাছে টাকা না থাকায় দুলাল বাড়ির দলিল নিতে চেয়েছিলেন। গতকাল রোববার তাঁর বাড়িতে গেলেও সাজিদকে দেখতে দেননি তাঁরা।
পুলিশের ধারণা, মাদক-সংক্রান্ত বিরোধের জেরেই তাঁরা তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সঙ্গে যাঁদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তাঁরাও চিহ্নিত মাদক কারবারি। তবে ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। নির্দিষ্ট কোনো তারিখে নয়, প্রতিনিয়ত তাঁদের স্মরণ করতে হবে। আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল শৈবালসংলগ্ন এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধনকালে এ কথা
১০ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানের লেক থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শমশেরনগর চা-বাগানের ১৪ নম্বর সেকশনের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম কিনু বাউরী (২৪)। তিনি একই বাগানের চা-শ্রমিক বধু বাউরীর ছেলে।
১৭ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছুরিকাঘাতে জিয়াউর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, ইব্রাহিম আলী (৫০), তাঁর স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তাঁরা নিহত জিয়াউরের ভাই, ভাবি ও ভাতিজা। আজ সোমবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার
১৯ মিনিট আগে