Ajker Patrika

বরগুনায় নির্বাচন অফিসে আগুন, পুড়ে গেছে নথিপত্র

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২: ০৬
আজ সকাল ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো অফিসে কাজ করতে গিয়ে একটি কক্ষের ভেতর শব্দ শুনতে পান। বিষয়টি অন্যদের জানালে তাঁরা এসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে হিসাব শাখার ওই কক্ষে থাকা পুরোনো ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপিয়ার মেশিন, একটি ফ্রিজ, বিভিন্ন কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে পাশের মূল স্টোর রুমটি রক্ষা পেয়েছে।

জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে শব্দ শুনে অন্যদের জানান। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তখন অনেকেই ঘুমিয়ে ছিল, যে কারণে আগুনে ওই রুমটি ক্ষতিগ্রস্ত হয়, আর অন্যান্য রুমে ধোঁয়ার আচ্ছাদন পড়ে।’

আজ সকাল ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন মূলত হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল। মূল স্টোরে আগুন ছড়ায়নি।’

তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি। তাঁর ভাষায়, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত