Ajker Patrika

চানখাঁরপুল হত্যাকাণ্ড: আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চানখাঁরপুল হত্যাকাণ্ড: আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সেই সঙ্গে আগামী ১০ আগস্ট এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন এবং ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আট আসামির মধ্যে গ্রেপ্তার থাকা শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চারজনই নিজেদের নির্দোষ দাবি করেন।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। তাদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. কুতুবউদ্দিন।

এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে গত ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় এই মামলায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিল করা হয়।

গত ২১ এপ্রিল তদন্ত সংস্থার পক্ষ থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে তা যাচাই-বাছাই করে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিনই তা আমলে নেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ ও আব্দুস ছাত্তার পালোয়ান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত