Ajker Patrika

ময়মনসিংহে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৬: ২৭
ময়মনসিংহে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে বেতন-বোনাসের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে নেতারা বলেন, দেশের প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিকের বেতন-বোনাস নিয়ে প্রতিবছর ঈদের আগে মালিকেরা টালবাহানা করেন। দেখা যায়, বেতন-বোনাসের দাবিতে ঈদের দিনও শ্রমিকদের রাস্তায় অবস্থান করতে হয়। অনেক খাতে ঈদের দিন সকালে নামকাওয়াস্তে বোনাস দেওয়া হয়, যা দিয়ে তখন আর কেনাকাটা করার সময় থাকে না।

এ সময় নেতারা আরও বলেন, শ্রমিকদের পরিবার তীর্থের কাকের মতো তাঁদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সেই শ্রমিকেরা যখন বোনাস পায় না, তখন উৎসবের বদলে পরিবারগুলোতে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়। এ রকম পরিস্থিতি প্রতিবছর ঘটলেও সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো তেমন কার্যকর উদ্যোগ নেয় না। তাই ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানান নেতারা।

সংগঠনটির জেলা শাখার সহসভাপতি মুখলেছুর রহমান দুলালের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, দরজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলী আকন্দ এবং রিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আছির উদ্দিন কুরবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত