Ajker Patrika

গোয়াল ঘরে ঝুলছিল শিক্ষকের মরদেহ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
গোয়াল ঘরে ঝুলছিল শিক্ষকের মরদেহ

শেরপুরের শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গবরীকুড়া গ্রামের নিজ বাড়ির গোয়াল ঘরে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত শিক্ষকের নাম মাসুদুর রহমান আকন্দ (৪৫)। তিনি ওই গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে ও স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্ম) হিসেবে কর্মরত ছিলেন। 

ঈুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান আকন্দ সোমবার মধ্য রাত পর্যন্ত টিভিতে খেলা দেখেন। পরে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা মাসুদুর রহমানকে ঘরে না দেখে খুঁজতে থাকেন। একপর্যায়ে মাসুদুর রহমানের স্ত্রী গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দ বলেন, ‘রাতে আমরা এক সঙ্গে টিভিতে খেলা দেখেছি। পরে সে বাড়িতে চলে যায়। সকালে খবর পেলাম সে আত্মহত্যা করেছে।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত