ময়মনসিংহ প্রতিনিধি
ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানসহ নানা অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ১৩ জন ইন্টার্ন চিকিৎসকের প্রশিক্ষণ স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযুক্তদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার হাসপাতালের পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত আদেশে এই কথা জানানো হয়।
ইন্টার্ন চিকিৎসকেরা হলেন প্রতীক বিশ্বাস, লতিফুল কবির কৌশিক, সুনীতি কুমার, শামীম রেজা, নাইমুর রশীদ, মেহেদী হাসান রোমান, এ টি বি রুবেল, ফায়াদুর রহমান আকাশ, কামরুল হাসান, আবু রায়হান, সাখাওয়াত হোসেন সিফাত, অর্ণব কুণ্ড ও কাশফি তাবরিজ। তাঁরা সবাই মমেক কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
নোটিশে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন, ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় চাঁদাবাজি, হোস্টেলে মাদক–বাণিজ্য, মাদক সেবন ইত্যাদি অপরাধে হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির জরুরি সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত অভিযুক্তদের ইন্টার্নি প্রশিক্ষণ স্থগিত করা হলো।
এর আগে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের একদল শিক্ষার্থী অভিযুক্তদের শাস্তি দাবি করে হাসপাতালের পরিচালকের কাছে যান। এ সময় অভিযুক্তরাসহ ছাত্রলীগ সমর্থিত অপর একটি দল সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু হয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সেনা সদস্য, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রহিম।
এই বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে পাঁচ দিনের জন্য ১৩ জনের ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে। তাদের কাছে যথাযথ ব্যাখ্যাও চাওয়া হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানসহ নানা অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ১৩ জন ইন্টার্ন চিকিৎসকের প্রশিক্ষণ স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযুক্তদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার হাসপাতালের পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত আদেশে এই কথা জানানো হয়।
ইন্টার্ন চিকিৎসকেরা হলেন প্রতীক বিশ্বাস, লতিফুল কবির কৌশিক, সুনীতি কুমার, শামীম রেজা, নাইমুর রশীদ, মেহেদী হাসান রোমান, এ টি বি রুবেল, ফায়াদুর রহমান আকাশ, কামরুল হাসান, আবু রায়হান, সাখাওয়াত হোসেন সিফাত, অর্ণব কুণ্ড ও কাশফি তাবরিজ। তাঁরা সবাই মমেক কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
নোটিশে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন, ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় চাঁদাবাজি, হোস্টেলে মাদক–বাণিজ্য, মাদক সেবন ইত্যাদি অপরাধে হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির জরুরি সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত অভিযুক্তদের ইন্টার্নি প্রশিক্ষণ স্থগিত করা হলো।
এর আগে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের একদল শিক্ষার্থী অভিযুক্তদের শাস্তি দাবি করে হাসপাতালের পরিচালকের কাছে যান। এ সময় অভিযুক্তরাসহ ছাত্রলীগ সমর্থিত অপর একটি দল সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু হয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সেনা সদস্য, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রহিম।
এই বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে পাঁচ দিনের জন্য ১৩ জনের ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে। তাদের কাছে যথাযথ ব্যাখ্যাও চাওয়া হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে