জামালপুর প্রতিনিধি
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে নিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আপেল মাহমুদ। এ ঘটনায় তাঁকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। আজ শনিবার ভোরে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সরকারি পুকুরে মাছ ধরতে বাধা দিতে গেলে পাউবো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন ওই নেতা। এ ঘটনায় পাউবোর নির্বাহী প্রকৌশলী জামালপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
পাউবো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা আপেল মাহমুদ জেলেসহ (মাঝি) ১০ থেকে ১২ জন নিয়ে পাউবো কার্যালয়ের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন। খবর পেয়ে পাউবো কর্মকর্তা ও কর্মচারীরা পুকুরের পাড়ে যান এবং মাছ ধরতে নিষেধ করেন। এতে বিএনপির নেতা আপেল মাহমুদ কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ক্ষিপ্ত হন। এ সময় পাউবো কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মাছ ধরে নিয়ে যান আপেল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি।
আপেল মাহমুদ জামালপুর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ কোষাধ্যক্ষ। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে কর্মকর্তা-কর্মচারীরা জানান।
জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর আমরা গিয়ে দেখি, মাছ ধরা শেষ। জাল ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জাল জব্দ করতে গেলে পুলিশের ওপর চড়াও হয়ে খারাপ আচরণ করেছেন ওই ব্যক্তি।’
পাউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, ‘তিন মাস আগে আমরা পুকুরে নতুন করে মাছ ছেড়ে ছিলাম। মাছ তেমন একটা বড়ও হয়নি। হঠাৎ সকালে অফিস থেকে জানায়, পুকুরে আপেল নামের ওই ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। পরে আমার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ কয়েকজন পুকুর পাড়ে যান। কিন্তু এর আগেই তাঁরা মাছ ধরে নিয়ে যান। তখন পুকুর পাড়ে ওই নেতা ও তাঁর লোকজন ছিলেন। তখন ওই নেতা আমার কর্মকর্তা শফিকুল ইসলামকে নানাভাবে হুমকি দিয়েছেন।’
নকিবুজ্জামান আরও বলেন, ‘৫ আগস্টের পর পুকুরে মাছ ছাড়ার ব্যাপারে ওই নেতা এসেছিলেন। তখন তিনি (আপেল) বলেছেন, ১৪ বছর অমুকরা খাইছে। এখন তিনি পুকুরে মাছ ছাড়বেন। তখন আমি কোনো অনুমতি দিইনি।’
মাছ লুটের ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।
এদিকে ঘটনার পর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি তরুণ হাসান কাজল ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির কোক্ষাধ্যক্ষ আপেল মাহমুদকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে নিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আপেল মাহমুদ। এ ঘটনায় তাঁকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। আজ শনিবার ভোরে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সরকারি পুকুরে মাছ ধরতে বাধা দিতে গেলে পাউবো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন ওই নেতা। এ ঘটনায় পাউবোর নির্বাহী প্রকৌশলী জামালপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
পাউবো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা আপেল মাহমুদ জেলেসহ (মাঝি) ১০ থেকে ১২ জন নিয়ে পাউবো কার্যালয়ের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন। খবর পেয়ে পাউবো কর্মকর্তা ও কর্মচারীরা পুকুরের পাড়ে যান এবং মাছ ধরতে নিষেধ করেন। এতে বিএনপির নেতা আপেল মাহমুদ কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ক্ষিপ্ত হন। এ সময় পাউবো কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মাছ ধরে নিয়ে যান আপেল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি।
আপেল মাহমুদ জামালপুর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ কোষাধ্যক্ষ। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে কর্মকর্তা-কর্মচারীরা জানান।
জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর আমরা গিয়ে দেখি, মাছ ধরা শেষ। জাল ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জাল জব্দ করতে গেলে পুলিশের ওপর চড়াও হয়ে খারাপ আচরণ করেছেন ওই ব্যক্তি।’
পাউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, ‘তিন মাস আগে আমরা পুকুরে নতুন করে মাছ ছেড়ে ছিলাম। মাছ তেমন একটা বড়ও হয়নি। হঠাৎ সকালে অফিস থেকে জানায়, পুকুরে আপেল নামের ওই ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। পরে আমার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ কয়েকজন পুকুর পাড়ে যান। কিন্তু এর আগেই তাঁরা মাছ ধরে নিয়ে যান। তখন পুকুর পাড়ে ওই নেতা ও তাঁর লোকজন ছিলেন। তখন ওই নেতা আমার কর্মকর্তা শফিকুল ইসলামকে নানাভাবে হুমকি দিয়েছেন।’
নকিবুজ্জামান আরও বলেন, ‘৫ আগস্টের পর পুকুরে মাছ ছাড়ার ব্যাপারে ওই নেতা এসেছিলেন। তখন তিনি (আপেল) বলেছেন, ১৪ বছর অমুকরা খাইছে। এখন তিনি পুকুরে মাছ ছাড়বেন। তখন আমি কোনো অনুমতি দিইনি।’
মাছ লুটের ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।
এদিকে ঘটনার পর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি তরুণ হাসান কাজল ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির কোক্ষাধ্যক্ষ আপেল মাহমুদকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পদ্মা নদীর পানি শুকিয়ে বিশাল চর জেগে উঠেছে। ঈদুল ফিতরের ছুটিতে সেই চর ও নদীর পাড়ে বেড়াতে আসছে হাজারো মানুষ। স্থানীয়ভাবে এলাকাটি আবেদের ঘাট নামে পরিচিত। ঈদের দিন থেকেই পদ্মার পাড় ও চরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১৮ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে দুজন মারা গেছে। নিহতরা দুই বন্ধু। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
২৪ মিনিট আগেনাটোরের লালপুরে গতকাল সোমবার ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে সাতজন গ্রেপ্তার হয়েছেন। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ বিএনপিকর্মী মো. শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন।
২৭ মিনিট আগেঈদের দ্বিতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে লাখো পর্যটক কক্সবাজারমুখী হয়েছেন। পবিত্র ঈদুল ফিতরের ৯ দিনের টানা ছুটি কাজে লাগিয়ে ভ্রমণপিপাসু নাগরিকেরা বরাবরের মতোই কক্সবাজারকে বেছে নিয়েছেন।
৩২ মিনিট আগে