Ajker Patrika

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ লুট, বিএনপি নেতাকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি 
সাময়িক অব্যাহতি পাওয়া জামালপুর পৌর বিএনপি নেতা আপেল মাহমুদ। ছবি: সংগৃহীত
সাময়িক অব্যাহতি পাওয়া জামালপুর পৌর বিএনপি নেতা আপেল মাহমুদ। ছবি: সংগৃহীত

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে নিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আপেল মাহমুদ। এ ঘটনায় তাঁকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। আজ শনিবার ভোরে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

সরকারি পুকুরে মাছ ধরতে বাধা দিতে গেলে পাউবো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন ওই নেতা। এ ঘটনায় পাউবোর নির্বাহী প্রকৌশলী জামালপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

পাউবো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা আপেল মাহমুদ জেলেসহ (মাঝি) ১০ থেকে ১২ জন নিয়ে পাউবো কার্যালয়ের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন। খবর পেয়ে পাউবো কর্মকর্তা ও কর্মচারীরা পুকুরের পাড়ে যান এবং মাছ ধরতে নিষেধ করেন। এতে বিএনপির নেতা আপেল মাহমুদ কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ক্ষিপ্ত হন। এ সময় পাউবো কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মাছ ধরে নিয়ে যান আপেল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি।

আপেল মাহমুদ জামালপুর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ কোষাধ্যক্ষ। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে কর্মকর্তা-কর্মচারীরা জানান।

জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর আমরা গিয়ে দেখি, মাছ ধরা শেষ। জাল ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জাল জব্দ করতে গেলে পুলিশের ওপর চড়াও হয়ে খারাপ আচরণ করেছেন ওই ব্যক্তি।’

পাউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, ‘তিন মাস আগে আমরা পুকুরে নতুন করে মাছ ছেড়ে ছিলাম। মাছ তেমন একটা বড়ও হয়নি। হঠাৎ সকালে অফিস থেকে জানায়, পুকুরে আপেল নামের ওই ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। পরে আমার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ কয়েকজন পুকুর পাড়ে যান। কিন্তু এর আগেই তাঁরা মাছ ধরে নিয়ে যান। তখন পুকুর পাড়ে ওই নেতা ও তাঁর লোকজন ছিলেন। তখন ওই নেতা আমার কর্মকর্তা শফিকুল ইসলামকে নানাভাবে হুমকি দিয়েছেন।’

নকিবুজ্জামান আরও বলেন, ‘৫ আগস্টের পর পুকুরে মাছ ছাড়ার ব্যাপারে ওই নেতা এসেছিলেন। তখন তিনি (আপেল) বলেছেন, ১৪ বছর অমুকরা খাইছে। এখন তিনি পুকুরে মাছ ছাড়বেন। তখন আমি কোনো অনুমতি দিইনি।’

মাছ লুটের ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

এদিকে ঘটনার পর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি তরুণ হাসান কাজল ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির কোক্ষাধ্যক্ষ আপেল মাহমুদকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাংলাদেশের ১৮ বছরের সেই অপেক্ষা তবে ফুরোচ্ছে

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত