Ajker Patrika

বড় বোনের বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না নুর হোসেনের 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ২১: ২৬
বড় বোনের বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না নুর হোসেনের 

জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা ফেলুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুর হোসেন ওই ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার মৃত জিরেন উদ্দিনের ছেলে। সে মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত রাকিব পৌরসভার গাবেরগ্রাম এলাকার লাভলুর ছেলে। 

নিহত ব্যক্তির পরিবারসূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার নিহত নুর হোসেনের বড় বোনের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ে উপলক্ষে চাচাতো বোনকে দাওয়াত দিতে তার বন্ধু রাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে চরশুভগাছা যায় সে। দাওয়াত দেওয়া সম্পন্ন করে বাড়ি ফেরার পথে ফেলুরমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি নুর হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নুর হোসেন। অন্যদিকে গুরুতর আহত হয় রাকিব। 

আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহিন্দ্রা ট্রাক্টর ও ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিজুড়ী পরিষদের ইউনিয়নের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মাহিন্দ্রা ট্রাক্টর ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার নুর হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছেন। এখন পর্যন্ত কেউ কোনো  অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত