সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রী লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে তারাকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ওই স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে না পাড়ায় লজ্জা থেকে বাঁচতে সে আত্মহত্যা করেছে।
লাবনী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লাবনীর অর্ধ-বার্ষিক পরীক্ষা চলতি মাসের ৭ তারিখে। পরীক্ষা দিতে বেতন ফি বাবদ লাভনীকে ২ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পেরে অনেক শিক্ষার্থীকে অপমান-অপদস্থ হতে হয়েছে। এ কারণে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা না নিয়ে বিদ্যালয়ে যাবে না বলে বায়না ধরে লাবনী।
এদিকে লাবনীর মা-বাবা অর্ধেক টাকা জোগাড় করে দিলেও কর্তৃপক্ষের কাছে লজ্জা পাওয়ার ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হয়নি সে। পরে সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাভনী। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
লাবনীর মা ফাহিমা বেগম ও বাবা লাল মিয়া জানান, পরীক্ষার জন্য অর্ধেক টাকা জোগাড় করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ টাকা শোধ করতে না পারলে লজ্জা দেওয়া হবে সে ভয়ে স্কুলে যায়নি লাবনী। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক উজ্জল মিয়া বলেন, ‘মেয়ের বেতন দিতে একদিন দেরি হয়েছিল। এ কারণে আমার মেয়েকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’
তারাকান্দি গ্রামের বাসিন্দা হাবু মিয়া বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো বিষয়ে এক টাকাও কম নেন না। তার কাছে কোনো অনুরোধই কাজে আসে না।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, বেতন দিতে না পারায় লাভনী আত্মহত্যা করেছে।
অভিযোগের বিষয়ে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, ‘বিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হয় না। কোনো শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোনো বিষয় করেছে।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রী লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে তারাকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ওই স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে না পাড়ায় লজ্জা থেকে বাঁচতে সে আত্মহত্যা করেছে।
লাবনী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লাবনীর অর্ধ-বার্ষিক পরীক্ষা চলতি মাসের ৭ তারিখে। পরীক্ষা দিতে বেতন ফি বাবদ লাভনীকে ২ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পেরে অনেক শিক্ষার্থীকে অপমান-অপদস্থ হতে হয়েছে। এ কারণে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করা টাকা না নিয়ে বিদ্যালয়ে যাবে না বলে বায়না ধরে লাবনী।
এদিকে লাবনীর মা-বাবা অর্ধেক টাকা জোগাড় করে দিলেও কর্তৃপক্ষের কাছে লজ্জা পাওয়ার ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হয়নি সে। পরে সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাভনী। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
লাবনীর মা ফাহিমা বেগম ও বাবা লাল মিয়া জানান, পরীক্ষার জন্য অর্ধেক টাকা জোগাড় করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ টাকা শোধ করতে না পারলে লজ্জা দেওয়া হবে সে ভয়ে স্কুলে যায়নি লাবনী। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক উজ্জল মিয়া বলেন, ‘মেয়ের বেতন দিতে একদিন দেরি হয়েছিল। এ কারণে আমার মেয়েকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’
তারাকান্দি গ্রামের বাসিন্দা হাবু মিয়া বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো বিষয়ে এক টাকাও কম নেন না। তার কাছে কোনো অনুরোধই কাজে আসে না।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, বেতন দিতে না পারায় লাভনী আত্মহত্যা করেছে।
অভিযোগের বিষয়ে রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, ‘বিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হয় না। কোনো শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোনো বিষয় করেছে।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার রাত ২টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাঁদের আটক করে আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।
১ মিনিট আগে২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি চলছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়।
৭ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর বিশ্বনাথপুর এলাকায় খাঁড়া নদীর উপর নির্মিত একটি সেতু যেন এখন মৃত্যু ফাঁদ। বিরিশিরি ও গাঁওকান্দিয়া ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এই সেতু দিয়ে। সেতুটির অবস্থা এতটাই নাজুক যে, উপরে কাঠের জোড়াতালি আর নিচে বাঁশের ঠেকা দিয়ে সাময়িকভাবে টিকিয়ে রাখা...
৪০ মিনিট আগেপাকা রাস্তার পাশে পুরোনো চেক লুঙ্গি এবং মিষ্টি রঙের একটি পাঞ্জাবি গায়ে দিয়ে বসে আছেন ইসহাক আলী। বয়স এক শ’র কাছাকাছি। পাশে রাখা ২৫০ গ্রাম ওজনের ২৫-৩০টি গুড়া হলুদের প্যাকেট। সাপ্তাহিক সোমবারের হাটে এসেছেন বিক্রি করতে। বয়সের ভারে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর। তবু সংসার টানতে এভাবেই রাস্তায় বসে থাকেন।
১ ঘণ্টা আগে