নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় ২০-২৫টি বন্যহাতির একটি পাল তাণ্ডব চালিয়ে খ্রিষ্টান মিশন ও কয়েকটি বসতবাড়ি তছনছ করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লি ও ডালুকোনা এলাকায় রাতব্যাপী তাণ্ডব চালায় বন্যহাতির পালটি।
বন বিভাগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে সেখানকার কলাগাছ খেয়ে সাবাড় করে দেয়। হাতির তাণ্ডব থেকে বাঁচতে ধর্মপল্লির লোকজন ডাকচিৎকার করে পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। পরে ওই হাতির পালটি শেষ রাতের দিকে পাশের ডালুকোনা এলাকায় তাণ্ডব শুরু করে। এ সময় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিতালি ঘাগড়ার ঘরে ঢুকে সেখানে রাখা বস্তাভর্তি চাল খেয়ে সাবাড় করে হাতির পাল।
ক্ষতিগ্রস্ত মিতালি ঘাগড়া বলেন, ‘ক্ষুধার্ত হাতির পাল আইছিল। লোকে বাধা দিতে গেলে তেড়ে আসে হাতি। পরে গ্রামবাসীরা মিলে ডাকচিৎকার করে ও পটকা ফুটিয়ে আজ বৃহস্পতিবার সকালে হাতির পালকে তাড়ানো হয়।’
বারোমারি এলাকার বাসিন্দা লিটন ডেবিট বলেন, ‘এক সময় গারো পাহাড়ে লতা আর পাহাড়ি ফলমূলে ভরপুর ছিল। ওসব খেয়ে হাতি জীবনধারণ করত। এখন সেই প্রাকৃতিক বন কেটে ফেলা হচ্ছে। তাই পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতির পাল পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঘরবাড়িতে খাবারের সন্ধানে তাণ্ডব চালায়।’
বারোমারী খ্রিষ্টধর্মপল্লির পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, গতকাল বুধবার মাঝরাতে বন্যহাতির পাল মিশন এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। আসলে বনে খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির পাল মাঝেমধ্যেই মিশন এলাকায় ঢুকে পড়ছে। বনে হাতির খাবারের ব্যবস্থা কিরা হলে হাতিও লোকালয়ে আসত না।
এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়। বর্তমানে হাতির পালটি সীমান্তের পাহাড়ি এলাকায় রয়েছে। তবে মানুষকে সচেতন করতে জানমাল রক্ষা করতে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় ২০-২৫টি বন্যহাতির একটি পাল তাণ্ডব চালিয়ে খ্রিষ্টান মিশন ও কয়েকটি বসতবাড়ি তছনছ করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লি ও ডালুকোনা এলাকায় রাতব্যাপী তাণ্ডব চালায় বন্যহাতির পালটি।
বন বিভাগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে সেখানকার কলাগাছ খেয়ে সাবাড় করে দেয়। হাতির তাণ্ডব থেকে বাঁচতে ধর্মপল্লির লোকজন ডাকচিৎকার করে পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। পরে ওই হাতির পালটি শেষ রাতের দিকে পাশের ডালুকোনা এলাকায় তাণ্ডব শুরু করে। এ সময় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিতালি ঘাগড়ার ঘরে ঢুকে সেখানে রাখা বস্তাভর্তি চাল খেয়ে সাবাড় করে হাতির পাল।
ক্ষতিগ্রস্ত মিতালি ঘাগড়া বলেন, ‘ক্ষুধার্ত হাতির পাল আইছিল। লোকে বাধা দিতে গেলে তেড়ে আসে হাতি। পরে গ্রামবাসীরা মিলে ডাকচিৎকার করে ও পটকা ফুটিয়ে আজ বৃহস্পতিবার সকালে হাতির পালকে তাড়ানো হয়।’
বারোমারি এলাকার বাসিন্দা লিটন ডেবিট বলেন, ‘এক সময় গারো পাহাড়ে লতা আর পাহাড়ি ফলমূলে ভরপুর ছিল। ওসব খেয়ে হাতি জীবনধারণ করত। এখন সেই প্রাকৃতিক বন কেটে ফেলা হচ্ছে। তাই পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতির পাল পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঘরবাড়িতে খাবারের সন্ধানে তাণ্ডব চালায়।’
বারোমারী খ্রিষ্টধর্মপল্লির পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, গতকাল বুধবার মাঝরাতে বন্যহাতির পাল মিশন এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। আসলে বনে খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির পাল মাঝেমধ্যেই মিশন এলাকায় ঢুকে পড়ছে। বনে হাতির খাবারের ব্যবস্থা কিরা হলে হাতিও লোকালয়ে আসত না।
এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়। বর্তমানে হাতির পালটি সীমান্তের পাহাড়ি এলাকায় রয়েছে। তবে মানুষকে সচেতন করতে জানমাল রক্ষা করতে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শামীম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এসিআই ফুড ফ্যাক্টরির কার্যক্রম চালু করতে দেওয়া হবে না। নিহত শামীমের বোন রেশমা বলেন, `আমার ভাইকে যারা মেরেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই ফ্যাক্টরি চলতে দেওয়া হবে না।’
৫ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে লুৎফর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারী গ্রামের জহর আলীর ছেলে। আজ শনিবার তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে...
১৩ মিনিট আগেরংপুরে বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চোর...
২৪ মিনিট আগেঠাকুরগাঁও শহরের কাদের ফিলিং স্টেশনের সামনে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিন ইসলাম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নাইস (১৯) নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৪০ মিনিট আগে