Ajker Patrika

কাস্তেসহ যুবক গ্রেপ্তার ‘অপরাধ হতে পারে’ সন্দেহে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৫: ২৪
দুটি হাসুয়াসহ যুবক আটক। ছবি: আজকের পত্রিকা
দুটি হাসুয়াসহ যুবক আটক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে লুৎফর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারী গ্রামের জহর আলীর ছেলে। আজ শনিবার তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহত কয়েকজন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে। সংঘর্ষের খবর পেয়ে আমির হোসেনের আত্মীয় লুৎফর রহমান শুক্রবার বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় তার কাছে দুটি কাস্তে ছিল। কাস্তে দেখে প্রতিপক্ষের আহতরা ভীত হয়ে চিৎকার শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ লুৎফরকে আটক করে পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের টহল দল হাসুয়াসহ লুৎফরকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত লুৎফরের পরিবারের দাবি, দুটি কাস্তে কামারশালায় মেরামত করতে দেওয়া হয়েছিল। মেরামতের পর সেগুলো বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে হাসপাতালে আহত স্বজনদের দেখতে যায় লুৎফর। এতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লুৎফর রহমানের দাবি, মেরামত করতে দেওয়া কাস্তে কামারশালা থেকে নিয়ে আহত স্বজনদের দেখতে হাসপাতালে গেলে প্রতিপক্ষ তাকে ফাঁসিয়ে দেয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, অভিযুক্ত যুবককে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, অপরাধ হতে পারে সন্দেহে লোকজন লুৎফরকে আটক করে রাখে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে শনিবার কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত