ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে লুৎফর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারী গ্রামের জহর আলীর ছেলে। আজ শনিবার তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহত কয়েকজন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে। সংঘর্ষের খবর পেয়ে আমির হোসেনের আত্মীয় লুৎফর রহমান শুক্রবার বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় তার কাছে দুটি কাস্তে ছিল। কাস্তে দেখে প্রতিপক্ষের আহতরা ভীত হয়ে চিৎকার শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ লুৎফরকে আটক করে পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের টহল দল হাসুয়াসহ লুৎফরকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত লুৎফরের পরিবারের দাবি, দুটি কাস্তে কামারশালায় মেরামত করতে দেওয়া হয়েছিল। মেরামতের পর সেগুলো বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে হাসপাতালে আহত স্বজনদের দেখতে যায় লুৎফর। এতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লুৎফর রহমানের দাবি, মেরামত করতে দেওয়া কাস্তে কামারশালা থেকে নিয়ে আহত স্বজনদের দেখতে হাসপাতালে গেলে প্রতিপক্ষ তাকে ফাঁসিয়ে দেয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, অভিযুক্ত যুবককে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, অপরাধ হতে পারে সন্দেহে লোকজন লুৎফরকে আটক করে রাখে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে শনিবার কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে লুৎফর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারী গ্রামের জহর আলীর ছেলে। আজ শনিবার তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহত কয়েকজন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে। সংঘর্ষের খবর পেয়ে আমির হোসেনের আত্মীয় লুৎফর রহমান শুক্রবার বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় তার কাছে দুটি কাস্তে ছিল। কাস্তে দেখে প্রতিপক্ষের আহতরা ভীত হয়ে চিৎকার শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ লুৎফরকে আটক করে পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের টহল দল হাসুয়াসহ লুৎফরকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত লুৎফরের পরিবারের দাবি, দুটি কাস্তে কামারশালায় মেরামত করতে দেওয়া হয়েছিল। মেরামতের পর সেগুলো বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে হাসপাতালে আহত স্বজনদের দেখতে যায় লুৎফর। এতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লুৎফর রহমানের দাবি, মেরামত করতে দেওয়া কাস্তে কামারশালা থেকে নিয়ে আহত স্বজনদের দেখতে হাসপাতালে গেলে প্রতিপক্ষ তাকে ফাঁসিয়ে দেয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, অভিযুক্ত যুবককে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, অপরাধ হতে পারে সন্দেহে লোকজন লুৎফরকে আটক করে রাখে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে শনিবার কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
নির্মাণের ২০ বছর পর চালু হতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল। আজ শনিবার হাসপাতালটি চালু করার লক্ষ্যে পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং ডা. মো. সারোয়ার বারী। পরিদর্শনকালে তাঁরা জীর্ণশীর্ণ হাসপাতালটির বিভিন্ন কক্ষ ঘুরে
৩ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তাজিম মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের দন্ত্য চিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর খোকনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
১১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক মা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানার বড় কবরস্থান এবং কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকলিয়া থানার চাক্তাই
২০ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) হিট প্রকল্পের আওতায় ‘প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরির কৌশল’ শীর্ষক কর্মশালা হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি
২১ মিনিট আগে