Ajker Patrika

মমেক হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৪: ৫৯
Thumbnail image

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন ও নেত্রকোনার দুজন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয় বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। 

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের ফখরুদ্দিন (৭০) ও নাজমা বেগম (২৭), নেত্রকোনার বারহাট্টা উপজেলার জেসমিন আক্তার (৩৫) ও পূর্বধলা উপজেলার আব্দুল লতিফ (৬০)। 

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৯ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে একজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও সুস্থ হয়ে সাতজন হাসপাতাল ছেড়ে গেছেন। 

এ দিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৮৪ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত