Ajker Patrika

ময়মনসিংহে ৫ নারী পেলেন অদম্য নারীর সম্মাননা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০২
ময়মনসিংহে ৫ নারীকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহে ৫ নারীকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জেলা পরিষদ ভবনের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম প্রমুখ।

বিভাগের চার জেলা থেকে নির্বাচিত ৩৯ নারীর মধ্য থেকে পাঁচ বিভাগে পাঁচজনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে ময়মনসিংহের শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জামালপুরের ফারজানা ইসলাম, সফল জননী ময়মনসিংহের নূরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ময়মনসিংহের শিউলী রানী বিশ্বাস এবং সমাজ উন্নয়নে ময়মনসিংহের হোসনা আক্তার।

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মুনমুন নাজমা বেগমসহ বিভিন্ন উপজেলার আরও ১৫ নারীকে পুরস্কৃত করা হয়। সম্মাননা প্রদানের আগে শ্রেষ্ঠ অদম্য পাঁচ নারীর কর্মজীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অদম্য নারীদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। যাতে করে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অদম্য নারীরা সম্মান অর্জন করতে পারেন। মহিলাবিষয়ক অধিদপ্তর সারা দেশে অদম্য নারীদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে বলে জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত