ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জেলা পরিষদ ভবনের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম প্রমুখ।
বিভাগের চার জেলা থেকে নির্বাচিত ৩৯ নারীর মধ্য থেকে পাঁচ বিভাগে পাঁচজনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে ময়মনসিংহের শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জামালপুরের ফারজানা ইসলাম, সফল জননী ময়মনসিংহের নূরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ময়মনসিংহের শিউলী রানী বিশ্বাস এবং সমাজ উন্নয়নে ময়মনসিংহের হোসনা আক্তার।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মুনমুন নাজমা বেগমসহ বিভিন্ন উপজেলার আরও ১৫ নারীকে পুরস্কৃত করা হয়। সম্মাননা প্রদানের আগে শ্রেষ্ঠ অদম্য পাঁচ নারীর কর্মজীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অদম্য নারীদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। যাতে করে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অদম্য নারীরা সম্মান অর্জন করতে পারেন। মহিলাবিষয়ক অধিদপ্তর সারা দেশে অদম্য নারীদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে বলে জানান তাঁরা।
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জেলা পরিষদ ভবনের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম প্রমুখ।
বিভাগের চার জেলা থেকে নির্বাচিত ৩৯ নারীর মধ্য থেকে পাঁচ বিভাগে পাঁচজনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে ময়মনসিংহের শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জামালপুরের ফারজানা ইসলাম, সফল জননী ময়মনসিংহের নূরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ময়মনসিংহের শিউলী রানী বিশ্বাস এবং সমাজ উন্নয়নে ময়মনসিংহের হোসনা আক্তার।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মুনমুন নাজমা বেগমসহ বিভিন্ন উপজেলার আরও ১৫ নারীকে পুরস্কৃত করা হয়। সম্মাননা প্রদানের আগে শ্রেষ্ঠ অদম্য পাঁচ নারীর কর্মজীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অদম্য নারীদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। যাতে করে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অদম্য নারীরা সম্মান অর্জন করতে পারেন। মহিলাবিষয়ক অধিদপ্তর সারা দেশে অদম্য নারীদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে বলে জানান তাঁরা।
গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) সদস্যরা।
৬ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দমিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা আবদুল মালেক।
১২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
২৩ মিনিট আগেদলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
২৯ মিনিট আগে