মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে কাঠমিস্ত্রি মো. বাদল সুতার হত্যার ঘটনায় আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের দক্ষিণ তারতাপাড়া এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মো. বাদল সুতারের সঙ্গে তাঁর প্রতিবেশী রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির জেরে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মো. বাদল সুতার প্রতিপক্ষ মেজরসহ বেশ কয়েকজন আহত হয়। পরে বাদলকে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে নিয়ে আসলে মেজরের আত্মীয়রা আরেক দফায় হামলা চালায়। এতে তিনি জ্ঞান হারালে স্বজনেরা জামালপুর ২৫০ শয্যা জেনারেল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম মেজর তাঁর ভাই জালাল উদ্দিনসহ অন্যান্য পলাতক থাকায় তাদের বাড়িঘর লোকজন শূন্য হয়ে পড়ে। এই সুযোগে শুক্রবার সকালে তাদের বাড়িঘরে প্রতিপক্ষরা হামলা করে বাড়ি ঘরের জানালার কাচ ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
অভিযুক্ত জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বাড়িতে কোনো লোকবল না থাকায় প্রতিপক্ষের লোকজন সুযোগ বুঝে বাড়িতে হামলা করে ভাঙচুর এবং লুটপাট করেছে।’
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, আসামিদের বাড়িঘরে হামলা হচ্ছে এমন খবর শোনার পরে ঘটনাস্থলে গিয়ে জানালার কাচ ও সামান্য কিছু আলামত দেখতে পেয়েছেন। কে বা কারা করেছেন তিনি বিষয়টি নিশ্চিত নন।
জামালপুরের মাদারগঞ্জে কাঠমিস্ত্রি মো. বাদল সুতার হত্যার ঘটনায় আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের দক্ষিণ তারতাপাড়া এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মো. বাদল সুতারের সঙ্গে তাঁর প্রতিবেশী রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির জেরে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মো. বাদল সুতার প্রতিপক্ষ মেজরসহ বেশ কয়েকজন আহত হয়। পরে বাদলকে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে নিয়ে আসলে মেজরের আত্মীয়রা আরেক দফায় হামলা চালায়। এতে তিনি জ্ঞান হারালে স্বজনেরা জামালপুর ২৫০ শয্যা জেনারেল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম মেজর তাঁর ভাই জালাল উদ্দিনসহ অন্যান্য পলাতক থাকায় তাদের বাড়িঘর লোকজন শূন্য হয়ে পড়ে। এই সুযোগে শুক্রবার সকালে তাদের বাড়িঘরে প্রতিপক্ষরা হামলা করে বাড়ি ঘরের জানালার কাচ ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
অভিযুক্ত জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বাড়িতে কোনো লোকবল না থাকায় প্রতিপক্ষের লোকজন সুযোগ বুঝে বাড়িতে হামলা করে ভাঙচুর এবং লুটপাট করেছে।’
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, আসামিদের বাড়িঘরে হামলা হচ্ছে এমন খবর শোনার পরে ঘটনাস্থলে গিয়ে জানালার কাচ ও সামান্য কিছু আলামত দেখতে পেয়েছেন। কে বা কারা করেছেন তিনি বিষয়টি নিশ্চিত নন।
সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
১০ মিনিট আগেঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তাখন বিচার মেনে একহাজার টাকা জমা দেন মোটরসাইকেল চালক। দু’দিন পর বাকি টাকা পরিশোধ করবেন বলে কথা দেন। সালিশ দরবার শেষ করে সন্ধ্যায় আমরা চলে...
১৪ মিনিট আগেবিভিন্ন সময় তারা নিজেদের মতো বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন, কারণ কৃষি অফিস থেকে কোন পরামর্শ বা সহায়তা পান না। অনেক ফসল নষ্ট হওয়ার পরও কৃষি কর্মকর্তারা চোখে পড়ে না। চাষিরা দাবি করেছেন, কৃষি অফিস শুধুমাত্র কয়েকজন চাষীর জন্য নয়, সবার জন্য কাজ করুক।
২৭ মিনিট আগেমামলার রায় জানতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গনে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সকাল ৯ টায় মামলার চার আসামিকে ঝিনাইদহ কারাগার থেকে মাগুরার আদালতে নেওয়া হবে। প্রথমে তাদের মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গারদে নেওয়া হবে। এরপর সকাল ১০ টায় পাশে থাকা মাগুরা দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় নারী...
১ ঘণ্টা আগে