Ajker Patrika

খুনের অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
খুনের অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে কাঠমিস্ত্রি মো. বাদল সুতার হত্যার ঘটনায় আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের দক্ষিণ তারতাপাড়া এলাকায় ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মো. বাদল সুতারের সঙ্গে তাঁর প্রতিবেশী রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির জেরে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মো. বাদল সুতার প্রতিপক্ষ মেজরসহ বেশ কয়েকজন আহত হয়। পরে বাদলকে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে নিয়ে আসলে মেজরের আত্মীয়রা আরেক দফায় হামলা চালায়। এতে তিনি জ্ঞান হারালে স্বজনেরা জামালপুর ২৫০ শয্যা জেনারেল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম মেজর তাঁর ভাই জালাল উদ্দিনসহ অন্যান্য পলাতক থাকায় তাদের বাড়িঘর লোকজন শূন্য হয়ে পড়ে। এই সুযোগে শুক্রবার সকালে তাদের বাড়িঘরে প্রতিপক্ষরা হামলা করে বাড়ি ঘরের জানালার কাচ ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। 

অভিযুক্ত জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বাড়িতে কোনো লোকবল না থাকায় প্রতিপক্ষের লোকজন সুযোগ বুঝে বাড়িতে হামলা করে ভাঙচুর এবং লুটপাট করেছে।’ 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, আসামিদের বাড়িঘরে হামলা হচ্ছে এমন খবর শোনার পরে ঘটনাস্থলে গিয়ে জানালার কাচ ও সামান্য কিছু আলামত দেখতে পেয়েছেন। কে বা কারা করেছেন তিনি বিষয়টি নিশ্চিত নন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত