নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীকে কাজে লাগিয়ে ইজারাবিহীন শত শত কোটি টাকার পাথর আমদানি-রপ্তানির ব্যবসা করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে উপজেলায় বাণিজ্যিক সুবিধা বাড়লেও সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে পাথরের স্তূপে নরসুন্দার পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। পানিপ্রবাহের পথ সংকুচিত হওয়ায় অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় নদীতীরবর্তী বিভিন্ন এলাকা।
এ ছাড়া পরিবেশের ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙা হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে নামমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে সড়ক ও জনপথ (সওজ) এবং নদীর জায়গা দখল করে অবাধে চলছে পাথরের রমরমা ব্যবসা। পাথর ব্যবসাকে কেন্দ্র করে নরসুন্দা নদীর জমি (চর) দখলের মহোৎসব চলছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা সিলেট, সুনামগঞ্জ, ছাতকসহ বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকায় করে নদীপথে লাখ লাখ ঘনফুট পাথর মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারে নিয়ে আসছেন। সেই সব পাথর নরসুন্দা নদীর তীরে স্তূপ করে রাখা হয়েছে। পরে সেগুলো ক্রাশিং মেশিনের মাধ্যমে ভেঙে বিক্রি করা হচ্ছে। নদীর জায়গা ব্যবসায়ীরা দখলে নেওয়ায় সংকুচিত হয়ে পড়েছে প্রশস্ততা। অনেকেই আবার নদীর পাশের ব্যক্তিগত জমি ভাড়া নিয়ে পাথর এনে স্তূপ করে রাখছেন।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙার মেশিনের (ক্রাশিং মেশিন) দেদার ব্যবহার চলছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি শব্দদূষণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পাথর বহনকারী ছোট-বড় প্রতিটি নৌকা থেকে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাঁদা নেয় পাথর ব্যবসায়ী সমিতি। কথা হলে বেশ কয়েকজন পাথর ব্যবসায়ী জানান, এ ক্ষেত্রে সরকারি ইজারা ডাকের ব্যবস্থা করলে ভালো হতো। এখানে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে পাথরের ব্যবসা। স্থানীয় আইয়ুব আলী খান, হাবিবুর রহমান বাচ্চু ও মামুন মিয়ার নেতৃত্ব পাথরের এই ব্যবসা চলছে বলে জানা গেছে।
জানতে চাইলে উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু নদীতে পাথর স্তূপ করে রাখার কথা স্বীকার করে বলেন, এসি ল্যান্ড এসে তিন দিনের সময় দিয়ে গেছেন, তবে তিন দিন কেন? তিন মাসেও সরানো সম্ভব নয়।
স্থানীয় মুসুল্লি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব বলেন, ‘সরকারি ইজারা ডাক নেই। অনেকেই ইউপি থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছে। আমার জানামতে, অনেকেরই ইনকাম ট্যাক্সের ফাইলও আছে। তবে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই।’
কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মাহমুদ ফয়সাল জানান, তিনি এখানে নতুন এসেছেন। বিষয়টি খোঁজ নিতে তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, নদীতে পাথর রাখার জন্য পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্ন হচ্ছে। ব্যবসায়ীরা সেটা করতে পারেন না। পাথর ভাঙার জন্য যে ক্রাশার মেশিন ব্যবহার করছে, তা ব্যবহার করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীকে কাজে লাগিয়ে ইজারাবিহীন শত শত কোটি টাকার পাথর আমদানি-রপ্তানির ব্যবসা করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে উপজেলায় বাণিজ্যিক সুবিধা বাড়লেও সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে পাথরের স্তূপে নরসুন্দার পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। পানিপ্রবাহের পথ সংকুচিত হওয়ায় অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় নদীতীরবর্তী বিভিন্ন এলাকা।
এ ছাড়া পরিবেশের ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙা হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে নামমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে সড়ক ও জনপথ (সওজ) এবং নদীর জায়গা দখল করে অবাধে চলছে পাথরের রমরমা ব্যবসা। পাথর ব্যবসাকে কেন্দ্র করে নরসুন্দা নদীর জমি (চর) দখলের মহোৎসব চলছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা সিলেট, সুনামগঞ্জ, ছাতকসহ বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকায় করে নদীপথে লাখ লাখ ঘনফুট পাথর মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারে নিয়ে আসছেন। সেই সব পাথর নরসুন্দা নদীর তীরে স্তূপ করে রাখা হয়েছে। পরে সেগুলো ক্রাশিং মেশিনের মাধ্যমে ভেঙে বিক্রি করা হচ্ছে। নদীর জায়গা ব্যবসায়ীরা দখলে নেওয়ায় সংকুচিত হয়ে পড়েছে প্রশস্ততা। অনেকেই আবার নদীর পাশের ব্যক্তিগত জমি ভাড়া নিয়ে পাথর এনে স্তূপ করে রাখছেন।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙার মেশিনের (ক্রাশিং মেশিন) দেদার ব্যবহার চলছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি শব্দদূষণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পাথর বহনকারী ছোট-বড় প্রতিটি নৌকা থেকে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাঁদা নেয় পাথর ব্যবসায়ী সমিতি। কথা হলে বেশ কয়েকজন পাথর ব্যবসায়ী জানান, এ ক্ষেত্রে সরকারি ইজারা ডাকের ব্যবস্থা করলে ভালো হতো। এখানে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে পাথরের ব্যবসা। স্থানীয় আইয়ুব আলী খান, হাবিবুর রহমান বাচ্চু ও মামুন মিয়ার নেতৃত্ব পাথরের এই ব্যবসা চলছে বলে জানা গেছে।
জানতে চাইলে উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু নদীতে পাথর স্তূপ করে রাখার কথা স্বীকার করে বলেন, এসি ল্যান্ড এসে তিন দিনের সময় দিয়ে গেছেন, তবে তিন দিন কেন? তিন মাসেও সরানো সম্ভব নয়।
স্থানীয় মুসুল্লি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব বলেন, ‘সরকারি ইজারা ডাক নেই। অনেকেই ইউপি থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছে। আমার জানামতে, অনেকেরই ইনকাম ট্যাক্সের ফাইলও আছে। তবে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই।’
কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মাহমুদ ফয়সাল জানান, তিনি এখানে নতুন এসেছেন। বিষয়টি খোঁজ নিতে তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, নদীতে পাথর রাখার জন্য পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্ন হচ্ছে। ব্যবসায়ীরা সেটা করতে পারেন না। পাথর ভাঙার জন্য যে ক্রাশার মেশিন ব্যবহার করছে, তা ব্যবহার করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
২ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
১০ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
১৩ মিনিট আগে