Ajker Patrika

যমুনা নদীর বাম তীরে ধস, হুমকির মুখে মহাসড়ক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
Thumbnail image

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে মহাসড়কসহ বসতভিটা হুমকির মুখে পড়েছে। খুব শিগগির জিও ব্যাগ ফেলা না হলে স্থানীয়দের আতঙ্ক কাটবে না বলে জানিয়েছেন পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। 

স্থানীয়রা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকায় নদীর তীররক্ষা বাঁধের প্রায় ২০ মিটারে ধস দেখা দিয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বানভাসিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাঁধে ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ বাঁধ ভেঙে গেলে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। সম্প্রতি পিংনা উত্তরপাড়া এলাকার ছকমানের (ছক্কার) বাড়ি সংলগ্ন যমুনার বামতীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়। 

এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এ বাঁধ ভেঙে গেলে আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না। শত শত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে। এ নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। এ ছাড়া বাঁধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে।’ 

পিংনা ইউপি চেয়ারম্যান বলেন, বন্যার পানি কমলেও নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা উচিত। তা না হলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছে। নদীর বাম তীররক্ষা বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত