Ajker Patrika

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

শেরপুর প্রতিনিধি
শেরপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করেন ইটভাটার শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
শেরপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করেন ইটভাটার শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা বিক্ষোভের একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আসছে। অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযানে বের হয়। খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তাঁরা। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।

এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেরপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আজ মঙ্গলবার ইটভাটার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
শেরপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আজ মঙ্গলবার ইটভাটার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, হাইকোর্টের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত