Ajker Patrika

বিল শুকিয়ে মাছ নিধন, চাষাবাদ ব্যাহতের শঙ্কা

নেত্রকোনা প্রতিনিধি
বিল শুকিয়ে মাছ নিধন, চাষাবাদ ব্যাহতের শঙ্কা

নেত্রকোনার মোহনগঞ্জের নৌকাভাঙা বিল শুকিয়ে মাছ ধরছেন ইজারাদার। এতে কৃষি জমিতে চাষাবাদে সেচ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় চার কৃষক। 

অভিযোগে কৃষক সাদ্দাম হোসেন, মফিজ মিয়া, আব্দুল মিয়া, মিয়াকুব জানান, উপজেলার তেতুলিয়া ও বড়তলী-বানিয়াহারী এ দুই ইউনিয়নের ধুলিয়া, গজধার, হাতনিসহ কয়েকটি গ্রামের সীমানায় পড়েছে নৌকাভাঙা বিল। এ বিল ইজারা নিয়েছেন উপজেলার গজধার গ্রামের নিখিল, তাঁর সহকারী ধুলিয়া গ্রামের মানিক মিয়া ও সবুজ মিয়া। 

এই তিনজন ইজারাদার বিল শুকিয়ে মাছ ধরছেন। বিল থেকে পানি সেচ দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের সহস্রাধিক কৃষক তাঁদের জমি চাষাবাদ করেন। পানি শুকিয়ে ফেলায় কৃষকেরা চাষাবাদ থেকে বঞ্চিত হবেন। এতে স্থানীয় কৃষকদের ক্ষতি হবে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। 

তবে চেষ্টা করেও ইজারাদারদের কারও সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি। 

এদিকে ইউএনও ছাব্বির আহমেদ আজুঞ্জি বলেন, ‘অভিযোগটি এখনো হাতে পাইনি। অভিযোগ দেখে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘পানি শুকিয়ে মাছ ধরলে চাষাবাদের ব্যাপক ক্ষতি হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে ইউএনওকে অনুরোধ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত