Ajker Patrika

নির্বাচন এলেই বিএনপি-জামায়াতের নয়া ষড়যন্ত্র শুরু হয়: মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৩৯
নির্বাচন এলেই বিএনপি-জামায়াতের নয়া ষড়যন্ত্র শুরু হয়: মির্জা আজম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, ‘যখনই নির্বাচন আসে, তখনই বিএনপি-জামায়াত নয়া ষড়যন্ত্র ও চক্রান্ত নিয়ে মাঠে নামে।’

আজ সোমবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি এফ এম উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা আজম আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হরতালের নামে দেশের ৩০০ মানুষকে হত্যা করেছে। চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করে তারা মানুষ হত্যা করেছে। ২০১৪ সালের নির্বাচনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছিল। ৩০ জন পুলিশ সদস্যকে হত্যা করেছিল। বিএনপি ঘোষণা দিয়েছিল ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার কথায় বাংলাদেশ চলবে। সেই ১০ ডিসেম্বর পল্টনে জনসভা করতে চেয়েছিল। কিন্তু সেখানে ব্যর্থ হয়ে তারা গরুর হাটে জনসভা করেছে। তাদের সব ষড়যন্ত্র শেখ হাসিনা নস্যাৎ করে দিয়েছেন। বিএনপি যে একটি ব্যর্থ রাজনৈতিক দল, সেই ১০ ডিসেম্বর তার প্রমাণ।’ 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সুজন হাসানের সঞ্চালনায় সম্মেলন প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ ওয়ালি ইনান। 

বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সাবেক সহসভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত