Ajker Patrika

কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে কেন্দুয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৪ লাখ টাকার মালামাল লুটের মামলা রয়েছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের (সিপিসি-২) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ২৮ জুলাই কেন্দুয়া পৌরশহরের ‘তানজিম শপিং পয়েন্ট অ্যান্ড গিফট কর্নার; নামের একটি দোকানের হামলা চালায় আসাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে একদল লোক। দোকান ভাঙচুর করার পাশাপাশি ৩৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এই ঘটনায় দোকান মালিক মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় ২১ আগস্ট দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এতে নির্দেশদাতা স্থানীয় সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার উকিল, তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৪৪৮ নেতা-কর্মীকে আসামি করা হয়। সরকার পতনের পর থেকে আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

এদিকে র‍্যাব আসামিদের গ্রেপ্তারে নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এলাকায় আসাদুল হক ভূঁইয়ার অবস্থান নিশ্চিত হয়। পরে র‍্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-২, সিপিসি-১ এর অভিযানে র‍্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা আশরাফুল কবির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত