Ajker Patrika

বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ, পরদিন লাশ মিলল বিলে

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজধলা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে দুই বন্ধু ওই স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। 

নিহত আকিব হাসান মাহিন (১৭) উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদ ওরফে কাশেমের ছেলে ও স্থানীয় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের বাবা ফারুক আহমেদের দাবি-‘পূর্বশত্রুতার জেরে মাহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে।’ সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

পরিবারের বরাত দিয়ে ওসি রাশেদুল ইসলাম জানান, ‘বুধবার দুই বন্ধু মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে তারা ঘুরে বেড়ায়। একপর্যায়ে রাজধলা বিলের পাড়েও তারা গিয়েছিল। সন্ধ্যায় মাহিন বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। ওই দুই বন্ধুর মোবাইলে কল করে মাহিনের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায়, বিকেলে এক বড় ভাইয়ের ফোন পেয়ে মাহিন চলে গেছে। তারপর আর কি হয়েছে তারা জানে না।’ 

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘পরে সন্ধ্যায় রাজধলা বিলের পাড়ে মাহিনের মোবাইল ফোনটি পানিতে এক ব্যক্তি ভেজা অবস্থায় পায়। মোবাইল থেকে সিম বের করে অন্য মোবাইল দিয়ে পরিবারের নম্বরে কল দিয়ে বিষয়টি জানান তিনি। পরিবারের লোকজন রাতে গিয়ে বিলের কাছে খোঁজাখুঁজি করে আর কিছু পায়নি। 

বৃহস্পতিবার ভোরে গিয়ে বিলের পাড়ে মাহিনের পরিহিত জামা–কাপড় ও জুতা দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে দুপুরে তারা ঘণ্টাব্যাপী বিলের পানিতে খুঁজে মাহিনের লাশ উদ্ধার করে।’ 

ওসি রাশেদুল ইসলাম আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মাহিনের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। তবে তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত