ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নগরীর চর কালিবাড়ীতে কৃষক আলতাফ আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের অবস্থান জানান দিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়।
আজ শুক্রবার বাদ জুমা কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ মে রাতে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে ঝগড়ার কারণ জানতে চান আলতাফ আলী।
এ সময় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি রাসেল খান ইমন এলাকায় আধিপত্য ও নিজের অবস্থান জানান দিতে ওয়ান শুটারগান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তিনি। এ সময় ঘটনাস্থলে রাসেলের পক্ষের ৮–১০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। পরে তাঁর তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রাসেলের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান ঘটনার পরদিন পাঁচজনের উল্লেখ করে এবং ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে কৃষক আলতাফ আলী হত্যার বিচারের দাবি ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয়দের আয়োজনে চর কালীবাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহে নগরীর চর কালিবাড়ীতে কৃষক আলতাফ আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের অবস্থান জানান দিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়।
আজ শুক্রবার বাদ জুমা কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ মে রাতে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে ঝগড়ার কারণ জানতে চান আলতাফ আলী।
এ সময় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি রাসেল খান ইমন এলাকায় আধিপত্য ও নিজের অবস্থান জানান দিতে ওয়ান শুটারগান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তিনি। এ সময় ঘটনাস্থলে রাসেলের পক্ষের ৮–১০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। পরে তাঁর তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রাসেলের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান ঘটনার পরদিন পাঁচজনের উল্লেখ করে এবং ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে কৃষক আলতাফ আলী হত্যার বিচারের দাবি ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয়দের আয়োজনে চর কালীবাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ১৯ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার ভোর পৌনে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান...
৪২ মিনিট আগেঘন কুয়াশায় রোববার মধ্য রাতের পর থেকে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটের ফেরি সার্ভিস। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ রুটের ছোট-বড় ১৪টি ফেরি উভয় ঘাটের পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকে পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন...
১ ঘণ্টা আগে‘যদি টাহা দিত তাইলে আমার বাবারে গুলি কইর্যা মারত না। আমার ছাওয়ালরে আইন্না দে রে... আমি টাহা চাই না রে...।’ এসব বলতে বলতে বিলাপ করছেন লিবিয়ায় নিহত আকাশ হাওলাদার ওরফে রাসেলের মা লিপিয়া বেগম।
৮ ঘণ্টা আগেবইমেলার দ্বিতীয় দিন ছিল গতকাল। ঝকঝকে নতুন স্টল আর প্যাভিলিয়নগুলো এরই মধ্যে দর্শক-ক্রেতার পদচারণে মুখর। নতুন বইয়ের খোঁজখবর নিচ্ছেন বইপ্রেমীরা। নতুন বই অবশ্য আসা শুরু হয়েছে মাত্র। প্রকাশকদের ভাষ্য, সব বই মেলায়...
৮ ঘণ্টা আগে