Ajker Patrika

শেখ হাসিনা হজরত ওমরের পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন: মতিয়া চৌধুরী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২২: ৩৪
শেখ হাসিনা হজরত ওমরের পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘হজরত ওমরের সঙ্গে তুলনা দেই না, তবে শেখ হাসিনা ওমরের পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন। সারা দেশ যখন ঘুমায়, বিশ্ব যখন ঘুমায়, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন হজরত ওমরের পথ অনুসরণ করে রাত জেগে থাকেন। যেন সাধারণ মানুষ ভালো থাকে।’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণকালে মতিয়া চৌধুরী এ কথা বলেন। 

মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, দেশ তখন এগিয়ে যায়।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে বলেন, ‘আল্লাহ যেন শেখ হাসিনাকে তাঁর কর্মের মাধ্যমে চিরজীবী করেন, অমরত্ব দান করেন।’

বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসুলের পথ অনুসরণ করেন বলেই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তার ছেলে পলাতক আসামি তারেক জিয়ার সঙ্গে স্কাইপে কথা বলতে পারেন। ইচ্ছে করলে শেখ হাসিনা প্রযুক্তির মাধ্যমে তা বন্ধ রাখতে পারেন।’

ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত