নেত্রকোনা প্রতিনিধি
জাতীয় সংসদ (এমপি) নির্বাচনে মনোনয়ন পেতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শনিবার দুপুরে নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ নভেম্বর জেলা ডিডিএলজির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পদত্যাগ পত্রটি পাঠানো হয়। ১৫ নভেম্বর মন্ত্রণালয় সেটি গৃহীত হয় বলে জানিয়েছেন ঝুমা তালুকদার।
ঝুমা তালুকদার বলেন, নেত্রকোন-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। এই সময়টায় মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকব মানুষের সেবা করার সময় পাব না। তাই পদ ছেড়ে দিয়েছি।
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা রাখতেই পারি। আমার বিশ্বাস এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে পরিবর্তন আনবেন।
মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। জনগণ তাঁকে সব সময় পাশে পাবেন বলেও জানান ঝুমা তালুকদার।
এদিকে দুর্গাপুর উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল-১ পারভীন আক্তার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ঝুমা তালুকদারের বাবা প্রয়াত জালাল উদ্দিন তালুকদার নেত্রকোনা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৭৯ সালে তৎকালীন ময়মনসিংহ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
জাতীয় সংসদ (এমপি) নির্বাচনে মনোনয়ন পেতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শনিবার দুপুরে নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ নভেম্বর জেলা ডিডিএলজির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পদত্যাগ পত্রটি পাঠানো হয়। ১৫ নভেম্বর মন্ত্রণালয় সেটি গৃহীত হয় বলে জানিয়েছেন ঝুমা তালুকদার।
ঝুমা তালুকদার বলেন, নেত্রকোন-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। এই সময়টায় মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকব মানুষের সেবা করার সময় পাব না। তাই পদ ছেড়ে দিয়েছি।
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা রাখতেই পারি। আমার বিশ্বাস এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে পরিবর্তন আনবেন।
মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। জনগণ তাঁকে সব সময় পাশে পাবেন বলেও জানান ঝুমা তালুকদার।
এদিকে দুর্গাপুর উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল-১ পারভীন আক্তার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ঝুমা তালুকদারের বাবা প্রয়াত জালাল উদ্দিন তালুকদার নেত্রকোনা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৭৯ সালে তৎকালীন ময়মনসিংহ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ১ দফা দাবিতে অব্যাহত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের অনেকে #BUETiansStandWithKUETians হ্যাশট্যাগ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
৪ মিনিট আগেখুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
২০ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
২২ মিনিট আগে