Ajker Patrika

দুর্গাপুর সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১৬ জন কারাগারে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৭: ৪২
দুর্গাপুর সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১৬ জন কারাগারে

নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সোমেশ্বরী নদীর বালুমহালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর রাতে সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে ট্রলার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৬ জনের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’ 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামের বোরহান উদ্দিন (১৮), মো. আলম হোসেন (২২), মো. আবু হানিফ (১৮), মো. হাবিলুল মিয়া (২০), মো. শরিফুল ইসলাম (১৮), উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মো. আল মামুন (২০), মো. মাসুম (২৬), একই ইউনিয়নের ইশ্বরখোলা গ্রামের মো. আনাস মিয়া (৩২), মো. সাকিব হোসেন (১৮), মো. শহীদুল ইসলাম (২১), মো. হারুন রশীদ (৩৫), মো. রাসেল (২৯), মো. বাদশা মিয়া (৩৭), মো. হোসেন আলী (৪৪), একই ইউনিয়নের দক্ষিণ শংকরপুর গ্রামের মো. শামীম (২৯) ও মো. আনারুল বিশ্বাস (২৬)। 

জানা গেছে, দুর্গাপুর উপজেলায় মোট পাঁচটি বালু মহাল রয়েছে। সেগুলো আইনি জটিলতায় দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। তবে একটি চক্র রাতের আঁধারে ট্রলারের মাধ্যমে ড্রেজিং করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে। গতকাল গভীর রাতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযানে ১৬ জনকে আটক হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে উত্তোলন করা প্রায় ১১শ ফুট বালু জব্দ করা হয়েছে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের থানায় সোপর্দ করেছে উপজেলা প্রশাসন। তাদের কারাগারে প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত