Ajker Patrika

মাছের প্রজেক্টের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৫: ৫৮
মাছের প্রজেক্টের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে রনি ওরফে জিব্রাইল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মুন্সিপাড়ার কাজীর প্রজেক্ট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত রনি এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে রনি গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। আজ সকালে স্থানীয়রা রনির মরদেহ কাজীর প্রজেক্টের পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের একটি আমগাছ থেকে গোসলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া রনির লুঙ্গি পাওয়া যায়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত