Ajker Patrika

মাদারগঞ্জে নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মাদারগঞ্জে নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

জামালপুরের মাদারগঞ্জে নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে মামুন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফটিয়ামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন ওই এলাকার ইমান আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মামুন তাঁর নিজ ঘরে তাঁর রাজমিস্ত্রি কাজে ব্যবহৃত রড কাটার মেশিনে সমস্যা দেখা দেওয়ায় মেরামত করছিল। মেরামতের একপর্যায়ে পরীক্ষা করার জন্য সুইচ অন করলে পুরো মেশিন বিদ্যুতে পরিণত হয়। এতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন মামুন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মামুনের স্ত্রী ও ২টি ছেলে সন্তান রয়েছে। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত জানি না। খোঁজ খবর নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত