ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচির দিনে ‘শান্তি’ সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির সমাবেশ ঘিরে নৈরাজ্য হলে তা প্রতিহত করতে আজ শনিবার বেলা ১১টা থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়ে দুপুর দুইটার দিকে এ কর্মসূচি শেষ হয়।
অন্যদিকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো শহর। পূর্বঘোষণা অনুযায়ী ২টা থেকে সেখানে তাদের সমাবেশ শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেয়।
এর আগে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘শান্তি’ সমাবেশের জানান দেন।
ইকরামুল হক টিটু বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির পক্ষে। স্বনির্ভর দেশ গড়ার জন্য সরকার কাজ করছে। আমাদের শান্তি সমাবেশ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘এ দেশের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সাধারণ মানুষ মেনে নেবে না। কোনো দল কিংবা গোষ্ঠী সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে চাইলে, আওয়ামী লীগ তার পাল্টা জবাব দেবে।’
আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, মসিক মেয়র ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, ঘটার আশঙ্কাও নেই। নগরীতে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচির দিনে ‘শান্তি’ সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির সমাবেশ ঘিরে নৈরাজ্য হলে তা প্রতিহত করতে আজ শনিবার বেলা ১১টা থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়ে দুপুর দুইটার দিকে এ কর্মসূচি শেষ হয়।
অন্যদিকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো শহর। পূর্বঘোষণা অনুযায়ী ২টা থেকে সেখানে তাদের সমাবেশ শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেয়।
এর আগে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘শান্তি’ সমাবেশের জানান দেন।
ইকরামুল হক টিটু বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির পক্ষে। স্বনির্ভর দেশ গড়ার জন্য সরকার কাজ করছে। আমাদের শান্তি সমাবেশ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘এ দেশের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সাধারণ মানুষ মেনে নেবে না। কোনো দল কিংবা গোষ্ঠী সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে চাইলে, আওয়ামী লীগ তার পাল্টা জবাব দেবে।’
আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, মসিক মেয়র ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, ঘটার আশঙ্কাও নেই। নগরীতে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে