নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সন্তোষ সরকার নামে এক কৃষকের ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক মন্তোষের দাবি, প্রতিবেশী কাঁচাধন সরকারসহ পাঁচ-ছয়জন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুরোনো বিরোধের জেরে এমনটি করেছেন তাঁরা।
ভুক্তভোগী কৃষক সন্তোষ সরকার একই গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।
এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম মন্তোষের চাল কুমড়ার খেতটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মন্তোষ সরকার আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ লাগিয়েছেন তিনি। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তাঁর ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো।
কৃষক সন্তোষ আরও জানান, গত বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তাঁর ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণচরণ পুরোনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার কাঁচাধনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, পুলিশের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের খেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেড় একর জমিতে চাষ করা ২ হাজার ৫০০ গাছের সবগুলো রাতের আঁধারে গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সবগুলো গাছে ফুল ধরেছে, কোনোটায় ছোট ছোট কুমড়া ঝুলছে।
এসআই আরও বলেন, ‘যেকোনো বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এই ক্ষতি শুধু কৃষক সন্তোষ সরকারের নয়, এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক সন্তোষ থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
বিষয়টি অবহিত করলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি প্রথম জানলাম। এটা আসলে এলাকার ক্ষতি হয়েছে। এমন কাজ যারা করে, তাদের কঠোর সাজা হওয়া উচিত। আমি খোঁজ নিয়ে ওই কৃষককে যথাসম্ভব সহায়তা করব।’
নেত্রকোনার কলমাকান্দায় সন্তোষ সরকার নামে এক কৃষকের ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক মন্তোষের দাবি, প্রতিবেশী কাঁচাধন সরকারসহ পাঁচ-ছয়জন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুরোনো বিরোধের জেরে এমনটি করেছেন তাঁরা।
ভুক্তভোগী কৃষক সন্তোষ সরকার একই গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।
এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম মন্তোষের চাল কুমড়ার খেতটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মন্তোষ সরকার আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ লাগিয়েছেন তিনি। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তাঁর ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো।
কৃষক সন্তোষ আরও জানান, গত বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তাঁর ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণচরণ পুরোনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার কাঁচাধনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, পুলিশের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের খেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেড় একর জমিতে চাষ করা ২ হাজার ৫০০ গাছের সবগুলো রাতের আঁধারে গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সবগুলো গাছে ফুল ধরেছে, কোনোটায় ছোট ছোট কুমড়া ঝুলছে।
এসআই আরও বলেন, ‘যেকোনো বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এই ক্ষতি শুধু কৃষক সন্তোষ সরকারের নয়, এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক সন্তোষ থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
বিষয়টি অবহিত করলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি প্রথম জানলাম। এটা আসলে এলাকার ক্ষতি হয়েছে। এমন কাজ যারা করে, তাদের কঠোর সাজা হওয়া উচিত। আমি খোঁজ নিয়ে ওই কৃষককে যথাসম্ভব সহায়তা করব।’
নীলফামারীর সৈয়দপুরের কুমারগাড়ী দাখিল মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের জুন মাসে। শেষ হওয়ার কথা পরের বছর ডিসেম্বরে। কিন্তু পাঁচ বছরেও কাজ শেষ হয়নি। তিন দফা বাড়ানো হয়েছে মেয়াদ। এরপরও ২৫ শতাংশ কাজ বাকি রেখে ঠিকাদার ৮০ শতাংশ বিল তুলে নিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় করা মামলায় চাঁদাবাজি ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের নেতারা। সংগঠনটির জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মো. মারজুক আবদুল্লাহ ১৪ মে কোতোয়ালি মডেল থানায় বিতর্কিত মামলাটি করেন। নামধারী ২৪৭ জনকে ওই মামলায়...
৪ ঘণ্টা আগেকমলালেবুর ঘোষণা দিয়ে আমদানি করা কনটেইনারে পাওয়া গেছে কার্টনভর্তি সিগারেট। ভুয়া ঘোষণা ও ভুয়া নথিপত্রের মাধ্যমে আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
৪ ঘণ্টা আগেঈদুল আজহার বাকি ১৫ দিন। এর মধ্যেই বেড়েছে ঈদ উৎসবের বিশেষ রান্নায় অপরিহার্য বিভিন্ন গরমমসলার দাম। বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বেড়েছে এলাচির দাম। ভালো মানের এলাচির দাম কেজিতে প্রায় ৬ হাজার টাকা। আক্ষেপ করে গতকাল বৃহস্পতিবার কাঁচাবাজারের এক ক্রেতা বললেন, এখনই মসলার বাজারে যে অবস্থা, তাতে ঈদের সময়...
৪ ঘণ্টা আগে