Ajker Patrika

শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৩৬
মাইক্রোবাসচাপায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
মাইক্রোবাসচাপায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। গতকাল শনিবার রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন গৌরব ও রনি। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী বলে জানা গেছে। ল্যাবের মালিক শুভকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরে যাচ্ছিল। পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই রনি নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া অবস্থা গুরুতর হওয়ায় শুভ নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত