Ajker Patrika

বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মো. সুরুজ আলী (৬৫)। তিনি উপজেলার গোশাইপুর ইউনিয়নের শঙ্করঘোষ গ্রামের মৃত মহেজ আলীর ছেলে। আজ শুক্রবার বিকেলে উপজেলার শঙ্করঘোষ বাজারে ওই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার শঙ্করঘোষ গ্রামের সুরুজ আলীর সঙ্গে তাঁর ছেলে বিল্লাল হোসেনের (৩৮) বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেল তিনটার দিকে শঙ্করঘোষ বাজারে বাবা-ছেলের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে বিল্লাল হোসেন তাঁর হাতে থাকা লাঠি দিয়ে বাবা সুরুজ আলীকে বেদম মারধর করেন। এতে সুরুজ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই ছেলে বিল্লাল পালিয়ে যান। পরে সংবাদ পেয়ে শ্রীবরদী থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের মরদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত ছেলে বিল্লাল হোসেনকে আটকের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত