Ajker Patrika

নিখোঁজ হওয়া শিব্বির দিনাজপুর থেকে উদ্ধার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯: ৩১
নিখোঁজ হওয়া শিব্বির দিনাজপুর থেকে উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ (২১)। গতকাল রোববার রাতে দিনাজপুর জেলা শহরের একটি মেস থেকে তাঁকে উদ্ধার করেছে ময়মনসিংহ থানা-পুলিশ। 

আজ সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে। 

নিখোঁজ শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম শিব্বির আত্মহত্যা করার মতো ছেলে না। যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে তাঁকে অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছি। তাঁর বাবার কাছে কিছুদিন আগে মোবাইল ফোনে দিয়ে টাকা কিছু টাকা চেয়েছিল। মূলত সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিল। তা ছাড়া অন্য কিছু না।’ 

শাহ কামাল আকন্দ বলেন, ‘ছেলেটি মূলত বাবা-মার সাথে অভিমান করে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর থেকেই আমরা তাঁকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করি। পরবর্তীতে শিব্বিরে মোবাইল ফোনের সূত্র ধরেই দিনাজপুরে তাঁর সন্ধান মেলে।’ 

এর আগে, শিব্বির আহমেদ ফেসবুকে সর্বশেষ গত শুক্রবার সকাল ৮টার দিকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন। তা ছাড়াও তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুর আসছে বলে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন। এ ঘটনায় ওই দিন শুক্রবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁকে খুঁজতে থাকে। 

স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত