Ajker Patrika

সবাইকে পর করে চলে গেল আপন

জামালপুর প্রতিনিধি 
আপডেট : ১৬ মে ২০২৫, ১৯: ৩৮
মেহেদী হাসান আপন। ছবি: সংগৃহীত
মেহেদী হাসান আপন। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মেহেদী হাসান আপন নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় নিজ ঘরে লাশটি মেলে। এ সময় সেখান থেকে দুই পৃষ্ঠার চিঠি পাওয়া গেছে।

আপন বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আপনের ছোট বোন আছিয়া জানায়, তাদের বাবা ইটভাটায় আর মা সুতার মিলে কাজ করে সংসার চালান। আছিয়া বলে, ‘আপন রাতে ভাত খেয়ে আমাকে দাদির কাছে পাঠিয়ে দেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মা বাড়িতে এসে আপনকে ডাকাডাকি করে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। পরে দেখে, আপন গলায় ফাঁস দিয়েছে। ওর কাছেই চিঠিটি ছিল।’ এলাকাবাসী সরিষাবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আপনের চিঠিতে নিজেকে খারাপ সন্তান হিসেবে উল্লেখ করে বাবা-মায়ের কাছে মাফ চাওয়ার কথা বলা হয়েছে।

এতে লেখা ছিল, ‘আমি ছোট থেকেই অনেক খারাপ, নিজেকে কখনও ভালো করতে পারি নাই। বাবার কথা রাখতে পারি নাই, বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। বাবা আপনার পা দুটি ধরে মাফ চাইতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিয়েন। আর মা তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমাকে অনেক বুঝাতে কিন্তু ভালো হতে পারলাম না। আর দাদার কথা কি বলব, সে তো আমার জন্য নিজের সম্মানটুকুও হারিয়েছে।’ চিঠিতে বন্ধুদের তার কবরে মাটি দিতে আসার কথাও বলা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। চিরকুটে আত্মহত্যার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত