Ajker Patrika

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছিনতাইয়ের অভিযোগে আটক ২

নেত্রকোনা প্রতিনিধি
আটক দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
আটক দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মোজাহিদ (২২) ও শেরপুর সদরের ইমন মিয়া (২৫)। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে এক শিক্ষার্থীর মোবাইল ফোন কৌশলে ছিনতাই করে একটি চক্র। ট্রেনটি ভোর ৬টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছার পর ওই শিক্ষার্থী পুলিশ ফাঁড়িতে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়েই ভুক্তভোগী শিক্ষার্থীকে ছিনতাইকারীদের ধরতে গিয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রথমে মোজাহিদ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে ইমন নামে অপর ছিনতাইকারীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। তাঁদের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে ওই শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়।

এসআই মোবারক হোসেন বলেন, আটকেরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গফরগাঁও থেকে ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রেনে ওঠেন তাঁরা। সুযোগমতো ওই শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই করেন। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত