ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছিল। ওই সব তোরণে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসহ নৌকা প্রতীকের পোস্টার সাঁটিয়ে দেওয়া ছিল। আচরণবিধি লঙ্ঘন করায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে ফেলা হয়েছে।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। উপজেলা শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন মোড় এলাকাসহ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে, টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা মোল্লাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওই সব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ ‘নৌকায় ভোট দিন’ লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়।
এ নিয়ে গতকাল আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না।’
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় নির্মিত গেট ও নৌকা প্রতীকে তোরণগুলো প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট কিংবা প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। এটা আচরণবিধি লঙ্ঘন। আমরা যেগুলো গেট এবং তোরণ নির্মাণের খবর পেয়েছিলাম, তার সবগুলোই ভেঙে দিয়েছি।’
জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছিল। ওই সব তোরণে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসহ নৌকা প্রতীকের পোস্টার সাঁটিয়ে দেওয়া ছিল। আচরণবিধি লঙ্ঘন করায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে ফেলা হয়েছে।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। উপজেলা শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন মোড় এলাকাসহ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে, টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা মোল্লাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওই সব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ ‘নৌকায় ভোট দিন’ লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়।
এ নিয়ে গতকাল আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না।’
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় নির্মিত গেট ও নৌকা প্রতীকে তোরণগুলো প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট কিংবা প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। এটা আচরণবিধি লঙ্ঘন। আমরা যেগুলো গেট এবং তোরণ নির্মাণের খবর পেয়েছিলাম, তার সবগুলোই ভেঙে দিয়েছি।’
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের সব ফ্যান রেলওয়ের বিদ্যুৎ বিভাগ খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে গরমে ভোগান্তি পোহাচ্ছেন স্টেশনের অপেক্ষমাণ যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীরা। স্টেশনমাস্টার কে এম রিয়াদ হাসান বলেছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন।
১২ মিনিট আগেউদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগামী বাজেটে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
২২ মিনিট আগেযদি মৌলিক সংস্কার না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সন্ধ্যায় শেরপুর শহরের থানা মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
৩৮ মিনিট আগেনাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
১ ঘণ্টা আগে