ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নারী ও শিশুর পরিচয় পাওয়া গেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানিয়া আক্তার (২২) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে রাইসা আক্তার। বাড়ি সদর উপজেলা চরসিরতা গ্রামে। তানিয়ার বাবার নাম মান্নান আলী। তিনি নগরীর বাদেকল্পা এলাকার রাজমিস্ত্রি মো. মুস্তাকিনের স্ত্রী।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন সানকিপাড়া কলেজ রোড এলাকায় আসতেই তানিয়া ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।’
তানিয়ার ভাশুর আল আমিন বলেন, ‘আট বছর আগে আমার ভাইয়ের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তানিয়া একটু অন্যমনস্ক ছিল। এনিয়ে কয়েকবার সালিসও হয়েছিল। সে মন চাইলেই ঘর থেকে বের হয়ে পড়ত। আজকে সকালে মুস্তাকিন কাজে যাওয়ার পরপরই তানিয়া তার মেয়েকে নিয়ে বের হয়ে পড়ে। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এখন থানায় আসছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী রেললাইনে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুর মৃত্যু হয়।
সানকিপাড়া কলেজ রোড এলাকার গেটম্যান আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি আসতেই ওই নারী প্রথমে রেললাইনে ঝাঁপ দেয়। পরে শিশুটির মাথা ঢুকিয়ে দেয়। এ দৃশ্য দেখার পর আমার মাথাও ঠিক নেই। যদি বুঝতে পারতাম সে ট্রেনে ঝাঁপ দেবে, তাহলে তাকে বাঁচাতে পারতাম।’
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নারী ও শিশুর পরিচয় পাওয়া গেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানিয়া আক্তার (২২) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে রাইসা আক্তার। বাড়ি সদর উপজেলা চরসিরতা গ্রামে। তানিয়ার বাবার নাম মান্নান আলী। তিনি নগরীর বাদেকল্পা এলাকার রাজমিস্ত্রি মো. মুস্তাকিনের স্ত্রী।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন সানকিপাড়া কলেজ রোড এলাকায় আসতেই তানিয়া ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।’
তানিয়ার ভাশুর আল আমিন বলেন, ‘আট বছর আগে আমার ভাইয়ের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তানিয়া একটু অন্যমনস্ক ছিল। এনিয়ে কয়েকবার সালিসও হয়েছিল। সে মন চাইলেই ঘর থেকে বের হয়ে পড়ত। আজকে সকালে মুস্তাকিন কাজে যাওয়ার পরপরই তানিয়া তার মেয়েকে নিয়ে বের হয়ে পড়ে। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এখন থানায় আসছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী রেললাইনে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুর মৃত্যু হয়।
সানকিপাড়া কলেজ রোড এলাকার গেটম্যান আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি আসতেই ওই নারী প্রথমে রেললাইনে ঝাঁপ দেয়। পরে শিশুটির মাথা ঢুকিয়ে দেয়। এ দৃশ্য দেখার পর আমার মাথাও ঠিক নেই। যদি বুঝতে পারতাম সে ট্রেনে ঝাঁপ দেবে, তাহলে তাকে বাঁচাতে পারতাম।’
যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। আজ বুধবার বেলা ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র-জনতা। একপর্যায়ে ছাত্র-জনতার হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম একটি ডোবায় ঝাঁপ দেন।
৬ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্রেড লাইসেন্স নিতে এসে মাদকাসক্ত এক যুবকের ধারালো দায়ের কোপে নিহত হয়েছেন শাহীন (৩২) নামের এক ব্যবসায়ী। অভিযুক্ত শামীমকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আজ বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেরাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে একটি ভবন ঘেরাও করেছিলেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখন যুবদলের এক নেতাকে ফোন করে রনি বলেছেন, ‘এত কষ্ট করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে। আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না।’
২৭ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা, গবেষণাসহ সব খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. ম
৩১ মিনিট আগে