সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার উৎপাদন আবার বন্ধ হয়েছে। গ্যাস-সংকটের কারণে আজ সোমবার বিকেল ৩টা থেকে কারখানা বন্ধ রাখা হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২ দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস দেয় সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরদিন ২ নভেম্বর উৎপাদনে ফেরে যমুনা।
এরপর আবারও ৭৫ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস-সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে যায়। ফলে বিকেল ৩টায় ফের উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
শুরুতে ১৭০০ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা নিয়ে শুরু করলেও কারখানাটি এই গ্যাস-সংকটের কারণে বর্তমানে ১৩৫০ মেট্রিক টন উৎপাদন করতে পারে।
এ বিষয়ে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা ৩টায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে যাব।’ এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার উৎপাদন আবার বন্ধ হয়েছে। গ্যাস-সংকটের কারণে আজ সোমবার বিকেল ৩টা থেকে কারখানা বন্ধ রাখা হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২ দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস দেয় সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরদিন ২ নভেম্বর উৎপাদনে ফেরে যমুনা।
এরপর আবারও ৭৫ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস-সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে যায়। ফলে বিকেল ৩টায় ফের উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
শুরুতে ১৭০০ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা নিয়ে শুরু করলেও কারখানাটি এই গ্যাস-সংকটের কারণে বর্তমানে ১৩৫০ মেট্রিক টন উৎপাদন করতে পারে।
এ বিষয়ে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা ৩টায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে যাব।’ এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রায়পুর থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিল সিএনজি। রাখালিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তানিয়া আক্তার সাথী, ফারুক হোসেনসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুর উপজেলা
১ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা ডুবে অমি শেখ (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমি শেখ ওই গ্রামের শাহীন শেখের ছেলে। সে শ্রীনগর সরকারি কলেজের শিক্ষার্থী ও এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
৪ মিনিট আগেসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, আজ শুক্রবার বিকেলে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমার ৪ পয়েন্ট ছাড়িয়ে যায়। নদীর পানি তখন বিপৎসীমার চেয়ে ৪ দশমিক ২১ সেন্টিমিটার ওপরে
৮ মিনিট আগেউত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন স্থানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৬ মিনিট আগে