Ajker Patrika

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে। ইউএনওর নম্বরটি ক্লোন করে টিসিবি ডিলারসহ বেশ কয়েক ব্যক্তিকে কল করে টাকা দাবি করছে একটি চক্র।

সংশ্লিষ্টদের থেকে জানতে পেরে থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেছেন ইউএনও। একই সঙ্গে মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি উল্লেখ করে উপজেলা প্রশাসনের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। আজ রোববার দুপুরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করেছে কোনো একটি চক্র। সেইম নম্বর ব্যবহার করে স্থানীয় টিসিবি ডিলারসহ অনেককে কল করে টাকা দাবি করছে। চক্রটিকে ধরার মতো কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত তাদের ধরা যাবে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হচ্ছে। তথ্য-প্রমাণ যেগুলো আছে, সেই অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত