Ajker Patrika

বিএনপিকে ‘অবৈধ দল’ বলায় সাবেক এমপির তীব্র প্রতিবাদ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৫৮
বিএনপিকে ‘অবৈধ দল’ বলায় সাবেক এমপির তীব্র প্রতিবাদ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে ‘অবৈধ দল’ বলায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু। আজ রোববার বিকেলে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান।

এর আগে দুপুরে জামালপুরের ইসলামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে অবৈধ দল বলে আখ্যা দেন। খবরটি আজকের পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু।

পরে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘দীপু মনি বিএনপিকে নিয়ে বিষোদ্‌গার করেছেন। যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। মনে রাখতে হবে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি মানেই গণমানুষের দল। বিএনপি মানেই জনগণের আস্থা। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। বরং বাংলাদেশের মানুষ জানে, দীপু মনির দল আওয়ামী লীগই পেছনের দরজা দিয়ে ক্ষমতা জবরদখল করে রেখেছে। দেশের মানুষ তাদের ভোট দেয়নি।’

সুলতান মাহমুদ বাবু আরও বলেন, ‘দীপু মনিরা পুরো দেশকে আজ বৃহত্তর কারাগারে পরিণত করেছে। ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী নেতারা এখন বড় বড় কথা বলছেন। তাঁরা জনগণের কণ্ঠ স্তব্ধ করে দিতে চান। আওয়ামী লীগের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলা দেন দীপু মনিরা। কাজেই দীপু মনি যা বলেছে, তা সবই মিথ্যা।’

সাবেক এই এমপি বলেন, ‘চোরের মায়ের বড় গলা। দীপু মনিরা ভোট ডাকাতি করে ক্ষমতা জবরদখলে রেখে এখন বড় বড় ফাঁকা বয়ান ছড়াচ্ছেন। জনগণ তাঁদের ফাঁকা বয়ান বিশ্বাস করে না। বরং দীপু মনিদের অনেক আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। ২০১৪ সালে দীপু মনিরা ১৫৪ আসনে ফাঁকা মাঠে জয়ী হয়ে ২০১৮ সালের নির্বাচনের নামে ক্ষমতা জবরদখল করেছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগই সন্ত্রাসবাদের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে পিছিয়ে দিচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না। এ দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়ন আর গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা দীপু মনির কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত