Ajker Patrika

জামালপুরে ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
জামালপুরে ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

জামালপুর-২ (ইসলামপুর) আসনে একটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রার্থীর লোকজনের কাছে ঘুষ নেওয়ার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক হওয়ার খবরে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। পরে ওই ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 

অভিযুক্ত ওই ব্যক্তির নাম আইয়ুব আলী। তিনি হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ইব্রাহিম খলিল বলেন, ‘কে বা কারা সেই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে টাকা দিয়েছে। পরে আরেক পক্ষের লোকজন ধরেছে। আমি দ্রুত প্রশাসনকে জানিয়েছি। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে এখান থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’ 

এ দিকে এ ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছেন ওই আসনের নৌকার প্রার্থী ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কেরা

এ ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের সমন্বয়ক আইনজীবী আব্দুস ছালাম। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলীকে টাকা দেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। 

অন্যদিকে বিষয়টি সাজানো নাটক দাবি করে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী সমন্বয়ক এসএম জাহাঙ্গীর আলম বলেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। তারা নিজেরাই নাটক তৈরি করে অন্যের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন। কুলকান্দিতে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রেস কনফারেন্স করে ফেললেন! এতেই বিষয়টি স্পষ্ট বলে দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত