Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব ১০ ও ১১ ডিসেম্বর 

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১: ২৭
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব ১০ ও ১১ ডিসেম্বর 

এখন চলছে অগ্রহায়ণ মাস, শীতের শুরুর প্রস্তুতি প্রকৃতিতে। ঘন কুয়াশার সঙ্গে সকালে সূর্যের খেলা এখন প্রতিদিনকার চিত্র। এই কুয়াশাকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘কুয়াশা উৎসব’। 

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে হেমন্তের বিদায়লগ্নে শীতের সৌন্দর্য তুলে ধরতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এমন বিচিত্র্যধর্মী অনুষ্ঠানের আয়োজন। আর এই উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসে তৈরি হয় বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা। 

‘হারাবার আগে পায়ে মাখো শিশির, কুয়াশার মাঠে বাড়ুক প্রাণের ভিড়।’ স্লোগানে আগামী রোববার ও সোমবার (১০ ও ১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাণের কুয়াশা উৎসব। 

কুয়াশা উৎসব ঘিরে থাকবে নানা আয়োজন। যেখানে প্রদর্শিত হবে শীত মৌসুমে গ্রাম-বাংলা থেকে হারিয়ে যেতে বসা বিভিন্ন সংস্কৃতি। যেমন গরুর গাড়ি, গ্রামীণ চালাঘর, খোলা আকাশের নিচে আগুন পোহানোর দৃশ্যসহ আরও নানা লোক ঐতিহ্য। স্থান পাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে আঁকা চিত্রকর্ম, উপস্থাপন হবে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য। 

আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, মাসখানেক আগে থকেই ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ঘুরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে, গান পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে উৎসবের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। 

আয়োজক কমিটির সদস্য আহসানুল্লাহ নিপুন জানান, কুয়াশা উৎসব মূলত শীতকালে আয়োজন করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি এবং নির্বাচনের কথা চিন্তা করে এবার উৎসবের তারিখ এগিয়ে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কুয়াশা উৎসব’ এ নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছে আয়োজক কমিটি। 

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শান্তা রহমান বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়জীবনে এটাই প্রথম কুয়াশা উৎসব, এর আগে ফেসবুক ও অন্যান্য নিউজ মিডিয়ায় এ সম্পর্কে অল্প জানলেও নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। এবারই প্রথম সেই সুযোগটা পেতে যাচ্ছি। অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষায় আছি এমন ভিন্নধর্মী আয়োজনের জন্য। আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত প্রথমবার কুয়াশা উৎসব উপভোগ করতে পারব বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত