Ajker Patrika

শেরপুর জেলা বিএনপির সভাপতিসহ ২১ নেতা-কর্মী কারাগারে

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৬: ৫৮
শেরপুর জেলা বিএনপির সভাপতিসহ ২১ নেতা-কর্মী কারাগারে

নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় শেরপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালসহ ২১ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বুধবার দুপুরে তারা পৃথক মামলায় পৃথকভাবে জামিনের জন্য আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া ও নুর-ই-জাহিদ দুটি মামলায় তাদের জামিন মঞ্জুর ও অন্য দুটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার মো. শহীদুল হক। 

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে এবং দণ্ডবিধি আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে দলীয় নেতা-কর্মীদের নামে ৪টি মামলা রুজু হয়। 

পরবর্তীতে এসব মামলায় উচ্চ আদালতে থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন মাহমুদুল হক রুবেলসহ অন্যান্য নেতা-কর্মীরা। কিন্তু উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আদালতে জামিননামা দাখিল করেননি এবং সশরীরে হাজিরও হননি। পরবর্তীতে আজ বুধবার শ্রীবরদী ও ঝিনাইগাতীর পৃথক আদালতে হাজির হয়ে ওই চার মামলায় জামিনের আবেদন জানান মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মী। 

পরে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে দণ্ডবিধির দুটি মামলায় মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মীর জামিন মঞ্জুর এবং বিস্ফোরক আইনের দুটি মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত