Ajker Patrika

জলাতঙ্ক রোধে নান্দাইলের প্রায় ৩ হাজার কুকুর টিকার আওতায়

প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২১, ১২: ২১
জলাতঙ্ক রোধে নান্দাইলের প্রায় ৩ হাজার কুকুর টিকার আওতায়

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে ১৩টি ইউনিয়নের ২ হাজার ৯১০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। টিকা প্রদানের তৃতীয় রাউন্ডে পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে বেওয়ারিশ কুকুরকে এই টিকা দেওয়া হয়। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলায় মালিকানাবিহীন ৩ হাজার ৩৯৩টি কুকুর রয়েছে। এগুলো জলাতঙ্কমুক্ত রাখতে ৪ থেকে ৮ জুন পর্যন্ত টিকা দেওয়া হয়। টিকাদানকারীরা ৩১টি টিমে বিভক্ত হয়ে এই পাঁচ দিনে ২ হাজার ৯১০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেন, যা মোট কুকুরের ৮৬ শতাংশ। এর আগে সর্বশেষ ২০১৮ সালে নান্দাইলে কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়।

জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের প্রধান সমন্বয়কারী নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ জানান, `কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। উপজেলার ২ হাজার ৯১০টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রমে আমাদের সহযোগিতা করেছেন সুপারভাইজার, সার্ভেয়ার, ডগকেচার ও লোকাল ডগকেচার।

নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মলয় কান্দি মোদক জানান, ২০১৮ সালে নান্দাইলে ১ হাজার ৩০০ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছিল। এ বছর কুকুরের সংখ্যা বেশি থাকায় ২ হাজার ৯১০টি কুকুরকে দেওয়া হয়েছে। কিছু কুকুরকে টিকাদান করা সম্ভব হয়নি। সেগুলোকে পরবর্তী সময়ে দেওয়ার চেষ্টা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত