Ajker Patrika

জামালপুরে পৌর যুবদলের আহ্বায়কসহ বিএনপির ১৩ নেতা-কর্মী আটক

জামালপুর প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৫: ০৩
Thumbnail image

জামালপুর পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলামসহ বিএনপির ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান, শিল্প বিষয়ক সম্পাদক রমজান আলী রঞ্জু, সদস্য শহিদুর রহমান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মুক্তা, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাহেব আলী, যুবদল নেতা সিরাজসহ ১৩ নেতা-কর্মী।

পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলামের স্ত্রী আলপনা বেগম বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে বাসা থেকে স্টেশন বাজারে চা খেতে গেলে সাদা পোশাকে একদল পুলিশ আমার স্বামীকে আটক করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে নাশকতার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারসহ সবার মুক্তি দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কাজী শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, নাশকতার অভিযোগ থাকায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত