নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের ৫০ ঘরের বিদ্যুৎ সংযোগের ওয়্যারিংয়ের জন্য প্রয়োজনীয় মালামাল কিনে ওয়্যারিং করতে ইলেকট্রিশিয়ানকে মৌখিক নির্দেশ দেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফিরোজ হোসেন। কাজে শেষে মজুরি ও মালামালের টাকা পরিশোধ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। কিন্তু কাজ শেষ হওয়ার পর আজ-কাল বলে দুই বছর পার করেছেন ডিজিএম। সম্প্রতি টাকা চাইতে গেলে ডিজিএম ফিরোজ পিয়ন দিয়ে গলা ধাক্কা দিয়ে ইলেকট্রিশিয়ানকে অফিস থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শেষে বাধ্য হয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন ও পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান। ভুক্তভোগী ইলেকট্রিশিয়ানের নাম মো. মাসুদ ইয়ার খান। তিনি মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা। মাসুদ ইয়ার খান নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ান।
আজ মঙ্গলবার ইউএনও তানজীনা শাহরীন অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ এপ্রিল অভিযোগটি করেন ওই ইলেকট্রিশিয়ান। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার অভিযোগটি তদন্ত করতে কেন্দুয়ার জোনাল অফিসের ডিজিএম মজিবুর রহমানকে নির্দেশ দিয়েছেন।
ঘটনা তদন্তে গতকাল সোমবার সরেজমিন গোবিন্দশ্রী গুচ্ছগ্রাম পরিদর্শন করেন কেন্দুয়ার ডিজিএম মজিবুর রহমান। পরে তিনি অভিযোগকারী ইলেকট্রিশিয়ানকে মদন জোনাল অফিসে ডেকে কথা বলেন।
তবে অভিযোগকারী ইলেকট্রিশিয়ান মাসুদ ইয়ার খান বলছেন, ‘মদনের ডিজিএম আমাকে দিয়ে মালামাল ক্রয় করিয়ে কাজের বিল ও মালামালের টাকা কিছুই দিচ্ছেন না। দুই বছর ঘুরিয়ে এখন ঘাড় ধাক্কা দিয়েছেন। এটা অনেক বড় প্রতারণা। বিচার চেয়ে অভিযোগ দিয়েছি। এখন তদন্তের নামে কেন্দুয়ার ডিজিএম মজিবুর রহমান তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন। কেন অভিযোগ করলাম সে জন্যও নানা হুমকি দিচ্ছেন।’
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে উপজেলার গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের হতদরিদ্র ৫০টি পরিবারের ঘরে ওয়্যারিং করার জন্য ইলেকট্রিশিয়ান মো. মাসুদ ইয়ার খানকে মৌখিকভাবে নির্দেশ দেন মদন জোনাল অফিসের ডিজিএম মো. ফিরোজ হোসেন। মাসুদ ওয়্যারিংয়ের কাজ শেষ করার পর সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু ইলেকট্রিশিয়ানের মালপত্র ও মজুরি বাবদ ৯০ হাজার টাকা পরিশোধ করেননি ডিজিএম ফিরোজ হোসেন।
টাকা চাইতে গেলে ‘আজ নয় কাল দিচ্ছি’ বলে মাসুদকে দুই বছর ধরে ঘোরাচ্ছেন তিনি। এতে টাকা আত্মসাতের বিষয়টি উল্লেখ করে ডিজিএম ফিরোজ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ইলেকট্রিশিয়ান মাসুদ ইয়ার খান। ওই অভিযোগটির প্রাথমিক তদন্ত করার জন্য গতকাল সোমবার গুচ্ছগ্রাম পরিদর্শন করেন কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম মজিবুর রহমান। পরে অভিযোগকারী মাসুদ ইয়ার খানকে মদন জোনাল অফিসে ডেকে নিয়ে কথা বলেন।
মদন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো. ফিরোজ হোসেন বলেন, ‘এ ব্যাপারে ইউএনও সাহেব কাজ করছেন। পরে এ বিষয়ে মতামত দেওয়া হবে।’ এদিকে তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মজিবুর রহমান ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্ত চলছে। এ বিষয়ে পরে জানানো হবে। সরেজমিন কী পেলেন এমন প্রশ্নের জবাব তিনি দিতে চাননি।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন বলেন, ‘আমাদের অফিসের নির্দেশ ছাড়াই নিজ উদ্যোগে গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের ওয়্যারিংয়ের কাজ করেছেন একজন ইলেকট্রিশিয়ান। তাঁকে ডিজিএম নির্দেশ দিয়েছিলেন কি না জানি না। এখন গুচ্ছগ্রামের ওয়্যারিংয়ের জন্য সরকারি মালামাল এসেছে। সরকারি মালামাল দেওয়ার জন্য ডিজিএম আমাকে একটি চিঠি দিয়েছেন। কিন্তু সরকারি মালামাল তো আমরা বাইরে বিক্রি করতে পারব না, অথবা কাউকে দেওয়া আইনগতভাবে ঠিক না। যে মালপত্র গুচ্ছগ্রামে লাগানো হয়েছে, সেই মালামাল সরকারি মালামালের সমতুল্য কি না সেটা যাচাই করবে কে?’
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বিপ্লব কুমার জানান, অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করার জন্য কেন্দুয়ার ডিজিএমকে নির্দেশ দেওয়া হয়েছে। মদনের ডিজিএম টাকা আত্মসাৎ করেছেন কি না তা তদন্ত করে দেখা হবে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের ৫০ ঘরের বিদ্যুৎ সংযোগের ওয়্যারিংয়ের জন্য প্রয়োজনীয় মালামাল কিনে ওয়্যারিং করতে ইলেকট্রিশিয়ানকে মৌখিক নির্দেশ দেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফিরোজ হোসেন। কাজে শেষে মজুরি ও মালামালের টাকা পরিশোধ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। কিন্তু কাজ শেষ হওয়ার পর আজ-কাল বলে দুই বছর পার করেছেন ডিজিএম। সম্প্রতি টাকা চাইতে গেলে ডিজিএম ফিরোজ পিয়ন দিয়ে গলা ধাক্কা দিয়ে ইলেকট্রিশিয়ানকে অফিস থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শেষে বাধ্য হয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন ও পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান। ভুক্তভোগী ইলেকট্রিশিয়ানের নাম মো. মাসুদ ইয়ার খান। তিনি মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা। মাসুদ ইয়ার খান নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ান।
আজ মঙ্গলবার ইউএনও তানজীনা শাহরীন অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ এপ্রিল অভিযোগটি করেন ওই ইলেকট্রিশিয়ান। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার অভিযোগটি তদন্ত করতে কেন্দুয়ার জোনাল অফিসের ডিজিএম মজিবুর রহমানকে নির্দেশ দিয়েছেন।
ঘটনা তদন্তে গতকাল সোমবার সরেজমিন গোবিন্দশ্রী গুচ্ছগ্রাম পরিদর্শন করেন কেন্দুয়ার ডিজিএম মজিবুর রহমান। পরে তিনি অভিযোগকারী ইলেকট্রিশিয়ানকে মদন জোনাল অফিসে ডেকে কথা বলেন।
তবে অভিযোগকারী ইলেকট্রিশিয়ান মাসুদ ইয়ার খান বলছেন, ‘মদনের ডিজিএম আমাকে দিয়ে মালামাল ক্রয় করিয়ে কাজের বিল ও মালামালের টাকা কিছুই দিচ্ছেন না। দুই বছর ঘুরিয়ে এখন ঘাড় ধাক্কা দিয়েছেন। এটা অনেক বড় প্রতারণা। বিচার চেয়ে অভিযোগ দিয়েছি। এখন তদন্তের নামে কেন্দুয়ার ডিজিএম মজিবুর রহমান তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন। কেন অভিযোগ করলাম সে জন্যও নানা হুমকি দিচ্ছেন।’
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে উপজেলার গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের হতদরিদ্র ৫০টি পরিবারের ঘরে ওয়্যারিং করার জন্য ইলেকট্রিশিয়ান মো. মাসুদ ইয়ার খানকে মৌখিকভাবে নির্দেশ দেন মদন জোনাল অফিসের ডিজিএম মো. ফিরোজ হোসেন। মাসুদ ওয়্যারিংয়ের কাজ শেষ করার পর সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু ইলেকট্রিশিয়ানের মালপত্র ও মজুরি বাবদ ৯০ হাজার টাকা পরিশোধ করেননি ডিজিএম ফিরোজ হোসেন।
টাকা চাইতে গেলে ‘আজ নয় কাল দিচ্ছি’ বলে মাসুদকে দুই বছর ধরে ঘোরাচ্ছেন তিনি। এতে টাকা আত্মসাতের বিষয়টি উল্লেখ করে ডিজিএম ফিরোজ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ইলেকট্রিশিয়ান মাসুদ ইয়ার খান। ওই অভিযোগটির প্রাথমিক তদন্ত করার জন্য গতকাল সোমবার গুচ্ছগ্রাম পরিদর্শন করেন কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম মজিবুর রহমান। পরে অভিযোগকারী মাসুদ ইয়ার খানকে মদন জোনাল অফিসে ডেকে নিয়ে কথা বলেন।
মদন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো. ফিরোজ হোসেন বলেন, ‘এ ব্যাপারে ইউএনও সাহেব কাজ করছেন। পরে এ বিষয়ে মতামত দেওয়া হবে।’ এদিকে তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মজিবুর রহমান ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্ত চলছে। এ বিষয়ে পরে জানানো হবে। সরেজমিন কী পেলেন এমন প্রশ্নের জবাব তিনি দিতে চাননি।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন বলেন, ‘আমাদের অফিসের নির্দেশ ছাড়াই নিজ উদ্যোগে গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের ওয়্যারিংয়ের কাজ করেছেন একজন ইলেকট্রিশিয়ান। তাঁকে ডিজিএম নির্দেশ দিয়েছিলেন কি না জানি না। এখন গুচ্ছগ্রামের ওয়্যারিংয়ের জন্য সরকারি মালামাল এসেছে। সরকারি মালামাল দেওয়ার জন্য ডিজিএম আমাকে একটি চিঠি দিয়েছেন। কিন্তু সরকারি মালামাল তো আমরা বাইরে বিক্রি করতে পারব না, অথবা কাউকে দেওয়া আইনগতভাবে ঠিক না। যে মালপত্র গুচ্ছগ্রামে লাগানো হয়েছে, সেই মালামাল সরকারি মালামালের সমতুল্য কি না সেটা যাচাই করবে কে?’
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বিপ্লব কুমার জানান, অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করার জন্য কেন্দুয়ার ডিজিএমকে নির্দেশ দেওয়া হয়েছে। মদনের ডিজিএম টাকা আত্মসাৎ করেছেন কি না তা তদন্ত করে দেখা হবে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
২৬ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৩৫ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে