প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
মাত্র দুই কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ না হওয়ায় মেলান্দহ উপজেলার চারটি গ্রামের মানুষকে ২০ বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামে চলাচলের একমাত্র রাস্তাটি নিয়ে মানুষের দুর্ভোগ সীমাহীন।
উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নে দক্ষিণ ছবিলাপুর আজিমুদ্দিনের মোড় থেকে কাহেতপাড়া বাজারে যাওয়ার দুই কিলোমিটার রাস্তা উন্নয়ন হয়নি। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এ রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে আছে। ফলে রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে বেগ পোহাতে হচ্ছে। কাদার জন্য এলাকায় যানবাহন আসতে চায় না। এর ফলে হেঁটে চলাচল করতে হচ্ছে মানুষদের। বৃষ্টি হলে কাদামাটিতে পিচ্ছিল হয়ে হাঁটতে কষ্ট হয় বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, এই রাস্তা দিয়ে দক্ষিণ ছবিলাপুর, ছবিলাপুর আকন্দপাড়া, কাহেতপাড়া, নাগেরপাড়া, একটি হাই স্কুল ও একটি সরকারি কলেজের শিক্ষার্থীসহ চার গ্রামের মানুষ চলাচল করে। রাস্তাটির দৈর্ঘ্য দুই কিলোমিটার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে গ্রামের ছেলে মেয়েরা কাঁচা রাস্তা ব্যবহার করে প্রায় দুই কিলোমিটার দূরের কে জি এস উচ্চ বিদ্যালয় ও সরকারি শেখ কামাল কলেজে যাতায়াত করে।
ছবিলাপুর গ্রামের আমজাদ আলী বলেন, ২০ বছর ধরে আমরাই এই রাস্তাটি পাকা করার জন্য দাবি করে আসছেন তারা। কিন্তু এখনো পাকা হয়নি, কবে হবে তা অনিশ্চিত। নির্বাচনের সময় হলে অনেকেই বলে যে রাস্তাটি করে দেব, কিন্তু কেউ পরে কেউ কাজ করে দেন না। একই এলাকার মামুন মিয়া বলেন, একটু বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন সাইকেল, মোটরসাইকেল অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। প্রায় ১৫ বছর ধরে এ রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনপ্রতিনিধিরা।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, মির্জা আজম (এমপি) রাস্তাটি দেখে গেছেন। অল্প সময়ের মধ্যেই রাস্তাটি পাকা হয়ে যাবে।
মেলান্দহ উপজেলা এলজিইডির প্রকৌশলী মাজেদুল রহমান বলেন, `রাস্তার সার্বিক খোঁজ অনেক আগেই নেওয়া হয়েছে। আমাদের রাস্তার পাকাকরণের তালিকায় রয়েছে ওই রাস্তাটি। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।'
মাত্র দুই কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ না হওয়ায় মেলান্দহ উপজেলার চারটি গ্রামের মানুষকে ২০ বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামে চলাচলের একমাত্র রাস্তাটি নিয়ে মানুষের দুর্ভোগ সীমাহীন।
উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নে দক্ষিণ ছবিলাপুর আজিমুদ্দিনের মোড় থেকে কাহেতপাড়া বাজারে যাওয়ার দুই কিলোমিটার রাস্তা উন্নয়ন হয়নি। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এ রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে আছে। ফলে রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে বেগ পোহাতে হচ্ছে। কাদার জন্য এলাকায় যানবাহন আসতে চায় না। এর ফলে হেঁটে চলাচল করতে হচ্ছে মানুষদের। বৃষ্টি হলে কাদামাটিতে পিচ্ছিল হয়ে হাঁটতে কষ্ট হয় বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, এই রাস্তা দিয়ে দক্ষিণ ছবিলাপুর, ছবিলাপুর আকন্দপাড়া, কাহেতপাড়া, নাগেরপাড়া, একটি হাই স্কুল ও একটি সরকারি কলেজের শিক্ষার্থীসহ চার গ্রামের মানুষ চলাচল করে। রাস্তাটির দৈর্ঘ্য দুই কিলোমিটার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে গ্রামের ছেলে মেয়েরা কাঁচা রাস্তা ব্যবহার করে প্রায় দুই কিলোমিটার দূরের কে জি এস উচ্চ বিদ্যালয় ও সরকারি শেখ কামাল কলেজে যাতায়াত করে।
ছবিলাপুর গ্রামের আমজাদ আলী বলেন, ২০ বছর ধরে আমরাই এই রাস্তাটি পাকা করার জন্য দাবি করে আসছেন তারা। কিন্তু এখনো পাকা হয়নি, কবে হবে তা অনিশ্চিত। নির্বাচনের সময় হলে অনেকেই বলে যে রাস্তাটি করে দেব, কিন্তু কেউ পরে কেউ কাজ করে দেন না। একই এলাকার মামুন মিয়া বলেন, একটু বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন সাইকেল, মোটরসাইকেল অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। প্রায় ১৫ বছর ধরে এ রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনপ্রতিনিধিরা।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, মির্জা আজম (এমপি) রাস্তাটি দেখে গেছেন। অল্প সময়ের মধ্যেই রাস্তাটি পাকা হয়ে যাবে।
মেলান্দহ উপজেলা এলজিইডির প্রকৌশলী মাজেদুল রহমান বলেন, `রাস্তার সার্বিক খোঁজ অনেক আগেই নেওয়া হয়েছে। আমাদের রাস্তার পাকাকরণের তালিকায় রয়েছে ওই রাস্তাটি। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।'
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩০ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৩৯ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে