ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি ভাঙচুরসহ ফার্মাসিস্টকে ছাত্রলীগ নেতার মারধর ঘটনায় কর্মবিরতি করেছে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এ কর্মবিরতি চলে। পরে জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কাজে যোগ দেন।
কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফার্মেসি কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। অন্যান্য কক্ষের দরজা খোলা থাকলেও ছিল না চিকিৎসক। বন্ধ থাকে সব ধরনের সেবা কার্যক্রম। তবে হাসপাতালের জরুরি বিভাগে সীমিত আকারে চিকিৎসা চলমান ছিল। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা বিপাকে পড়েন।
গত বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের নির্ধারিত চিকিৎসকের ওষুধ সরবরাহের রসিদ ছাড়াই ওষুধ নিতে চান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুল মিয়া। এ সময় ফার্মাসিস্ট এনামুল হক তাঁদের ওষুধ সরবরাহ করতে চিকিৎসকের অনুমতি রসিদ আনতে বলেন। একপর্যায়ে হাসপাতালের ফার্মেসি কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর এবং সরকারি ওষুধপত্র তছনছ করাসহ ফার্মাসিস্ট এনামুল হককে বেধড়ক মারধর করেন তাঁরা।
আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সরকারি প্রতিষ্ঠান হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়ায় উপজেলার চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ফার্মাসিস্ট এনামুল হক বলেন, ‘দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতির শেষে ছাত্রলীগ নেতারা আমাকে মারধরসহ সরকারি সম্পত্তির ক্ষতি করায় চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ কেন্দ্রের ভেতরে ঢুকে ফার্মাসিস্টকে মারধরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি ভাঙচুরসহ ফার্মাসিস্টকে ছাত্রলীগ নেতার মারধর ঘটনায় কর্মবিরতি করেছে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এ কর্মবিরতি চলে। পরে জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কাজে যোগ দেন।
কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফার্মেসি কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। অন্যান্য কক্ষের দরজা খোলা থাকলেও ছিল না চিকিৎসক। বন্ধ থাকে সব ধরনের সেবা কার্যক্রম। তবে হাসপাতালের জরুরি বিভাগে সীমিত আকারে চিকিৎসা চলমান ছিল। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা বিপাকে পড়েন।
গত বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের নির্ধারিত চিকিৎসকের ওষুধ সরবরাহের রসিদ ছাড়াই ওষুধ নিতে চান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুল মিয়া। এ সময় ফার্মাসিস্ট এনামুল হক তাঁদের ওষুধ সরবরাহ করতে চিকিৎসকের অনুমতি রসিদ আনতে বলেন। একপর্যায়ে হাসপাতালের ফার্মেসি কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর এবং সরকারি ওষুধপত্র তছনছ করাসহ ফার্মাসিস্ট এনামুল হককে বেধড়ক মারধর করেন তাঁরা।
আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সরকারি প্রতিষ্ঠান হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়ায় উপজেলার চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ফার্মাসিস্ট এনামুল হক বলেন, ‘দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতির শেষে ছাত্রলীগ নেতারা আমাকে মারধরসহ সরকারি সম্পত্তির ক্ষতি করায় চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ কেন্দ্রের ভেতরে ঢুকে ফার্মাসিস্টকে মারধরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১৬ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ৬ জুলাই (বুধবার) থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সিলিং কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
২৫ মিনিট আগেআওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তাঁরা সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন বলে দাবি করেছে ডিবি।
১ ঘণ্টা আগেরাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১ ঘণ্টা আগে