Ajker Patrika

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২১: ০৯
নেত্রকোনার মোহনগঞ্জের সামাইকোনা এলাকায় আজ সোমবার বিকেলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা
নেত্রকোনার মোহনগঞ্জের সামাইকোনা এলাকায় আজ সোমবার বিকেলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেন। আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় অভিযান চালানো হয়।

উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীরতীরে ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় অবৈধভাবে ইট তৈরি ও পোড়ানো হচ্ছিল। এটির মালিক পৌরসভার বিপ্লব কুমার রায়। তিনি ইটভাটার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই এটি পরিচালনা করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, ইটভাটাটি অবৈধভাবে চলছিল। অভিযানে চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয়। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত