জামালপুর প্রতিনিধি
শেরপুর-জামালপুর-বনগাঁ সড়কের ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে দরপত্র জমাদানের শেষ দিনে জামালপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয় থেকে এই শিডিউল ছিনতাই করে দুর্বৃত্তরা। এ সময় এক নারী কর্মচারীসহ দুজনকে লাঞ্ছিত করা হয়।
আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেরপুর-জামালপুর-বনগাঁ ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। সময় শেষ হওয়ার পর শেরপুর অফিসে দরপত্র পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ সময় জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোবারক হোসেন ও অফিস সহকারী লক্ষ্মী রাণীকে লাঞ্ছিত করে শিডিউল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সওজের (সড়ক সার্কেল) সহকারী প্রকৌশলী মোবারক হোসেন অভিযোগ করে বলেন, ‘১২টা ২০ মিনিটে একটি শিডিউল ড্রপ হয়। সাড়ে ১২টার পর টেন্ডার বাক্স খুলে দরপত্রটি আমার কক্ষে নিয়ে আসা হয়। দরপত্রটিতে স্মারক নম্বর দেওয়ার সময় ছয়-সাতজন দুর্বৃত্ত এসে এটি ছিনিয়ে নেয়। এ সময় তারা আমাকে ও অফিস সহকারী লক্ষ্মী রাণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।’ তিনি বলেন, গত অর্থবছরে ১৪ কোটি ৪০ লাখ টাকায় সেতুর টোল আদায়ের ইজারা পেয়েছিল মেসার্স রাব্বি নূর ট্রেডার্স।
জামালপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, ‘দুর্বৃত্তরা এসে অফিসের স্টাফদের লাঞ্ছিত করে দরপত্র ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব। ইতিমধ্যে অভিযোগ লেখার কাজ চলছে।’
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুর-জামালপুর-বনগাঁ সড়কের ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে দরপত্র জমাদানের শেষ দিনে জামালপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয় থেকে এই শিডিউল ছিনতাই করে দুর্বৃত্তরা। এ সময় এক নারী কর্মচারীসহ দুজনকে লাঞ্ছিত করা হয়।
আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেরপুর-জামালপুর-বনগাঁ ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। সময় শেষ হওয়ার পর শেরপুর অফিসে দরপত্র পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ সময় জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোবারক হোসেন ও অফিস সহকারী লক্ষ্মী রাণীকে লাঞ্ছিত করে শিডিউল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সওজের (সড়ক সার্কেল) সহকারী প্রকৌশলী মোবারক হোসেন অভিযোগ করে বলেন, ‘১২টা ২০ মিনিটে একটি শিডিউল ড্রপ হয়। সাড়ে ১২টার পর টেন্ডার বাক্স খুলে দরপত্রটি আমার কক্ষে নিয়ে আসা হয়। দরপত্রটিতে স্মারক নম্বর দেওয়ার সময় ছয়-সাতজন দুর্বৃত্ত এসে এটি ছিনিয়ে নেয়। এ সময় তারা আমাকে ও অফিস সহকারী লক্ষ্মী রাণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।’ তিনি বলেন, গত অর্থবছরে ১৪ কোটি ৪০ লাখ টাকায় সেতুর টোল আদায়ের ইজারা পেয়েছিল মেসার্স রাব্বি নূর ট্রেডার্স।
জামালপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, ‘দুর্বৃত্তরা এসে অফিসের স্টাফদের লাঞ্ছিত করে দরপত্র ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব। ইতিমধ্যে অভিযোগ লেখার কাজ চলছে।’
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গত ১৭ বছর যে নেতা হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। এই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তবে আমরা (ছাত্রদল) আগামীকাল সোমবার পদযাত্রা অংশ নিতে এলে তাঁদের ফেনীতে প্রবেশ করতে দেব না।’
৩ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার চার দিন পর সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পৃথক চারটি হত্যা মামলা করেছে পুলিশ। সবকটি মামলায় নিহত ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে
১২ মিনিট আগেরাজধানীর কদমতলী থানা এলাকায় মোসাম্মাৎ ইয়াসমিন আলম ও তাঁর মেয়ে ইরিনা আলম তানহাকে খুনের দায়ে সৎছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।
২৮ মিনিট আগেতিনি জানান, সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
৩২ মিনিট আগে