নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মো. খসরু (২৫), একই এলাকার ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের আবু সাইম (২৫)। তাঁদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা ও ফুল মিয়াকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে অধিক দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তিনজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হবে।
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মো. খসরু (২৫), একই এলাকার ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের আবু সাইম (২৫)। তাঁদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা ও ফুল মিয়াকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে অধিক দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তিনজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হবে।
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম–ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানী শান্তিনগর ‘কুষ্টিয়া ভবনে’ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে, এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। কুষ্টিয়া, সাংবাদিক, নির্
৬ মিনিট আগেসিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
২৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
৩৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
৩৫ মিনিট আগে